শিরোনাম
.jpg)
লাল দলের জয়ে ম্যাচসেরা নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলছে উইমেন্স চ্যালেঞ্জ কাপ। প্রস্তুতিমূলক এই আসরের ম্যাচে সোমবার (১৮ আগস্ট) বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ নারী লাল দল ও বাংলাদেশ নারী সবুজ দল। যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অসাধারণ ইনিংস ও দুই বোলারের দারুণ সাফল্যে ৩২ রানের জয় তুলে নিয়েছে লাল দল।
টসে জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় সবুজ দল। তবে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভরসা জোগান লাল দলের অধিনায়ক নিগার সুলতানা। ১৩১ বলে ৭৮ রানের দীর্ঘ ইনিংসে তিনি দলকে এগিয়ে নেন। তার ব্যাটিংয়ে ছিল ধৈর্য আর শট সিলেকশনের সুষম সমন্বয়। তাকে সঙ্গ দেন ফাহিমা খাতুন, যিনি ৩৯ বলে করেন ২২ রান। এছাড়া হাবিবা ইসলাম পিংকি ১২ বলে ১০ এবং শারমিন সুলতানা ৪৩ বলে ১৫ রান করে দলীয় সংগ্রহকে দাঁড় করান ১৪৪ রানে।
১৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সবুজ দল একেবারেই তাল খুঁজে পায়নি। ফারজানা হক পিংকি লড়াই করেছেন সর্বোচ্চ ৭৮ বলে ৩০ রান করে। অধিনায়ক নাহিদা আক্তার করেছেন ২০ রান, আফিয়া আসিমা ইরা করেছেন ১৯ এবং স্বর্ণা আক্তার করেছেন ১৩ রান। কিন্তু বাকিদের ব্যর্থতায় ১১২ রানের বেশি যেতে পারেনি সবুজরা। ফলে ৩২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
লাল দলের জয়ে সবচেয়ে বড় অবদান নিগারের ব্যাটিং হলেও বোলিং বিভাগে ছিলেন দুই নায়িকা। ফাহিমা খাতুন ও মারুফা আক্তার সমান ৪টি করে উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন সবুজ দলের ব্যাটিং লাইনআপ।
আরও পড়ুন: