শিরোনাম
.jpg)
ইতিহাস গড়তে চলেছেন নারী আম্পায়ার জেসি। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল যেমন প্রতিদ্বন্দ্বিতা করবে, তেমনি আম্পায়ারিংয়ের আসনেও থাকছে লাল-সবুজের উপস্থিতি। কারণ, বাংলাদেশের সাথিরা জাকির জেসি নাম লিখিয়েছেন বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে। তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার, যিনি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করে আসা জেসি এবার পাচ্ছেন সবচেয়ে বড় মঞ্চে কাজ করার সুযোগ। নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপসহ একাধিক টুর্নামেন্টে মাঠ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এবার সিনিয়র বিশ্বকাপে আম্পায়ার হিসেবে তার অভিষেক হচ্ছে।
২০২৫ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়। অংশ নেবে মোট আটটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের, যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, নির্ধারিত হয়েছে ২৯ ও ৩০ অক্টোবর। ফাইনাল হবে ২ নভেম্বর।
বাংলাদেশ নারী দলের জন্যও এটি বড় চ্যালেঞ্জের মঞ্চ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এরপর ৭ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারত।
বাংলাদেশের নারী ক্রিকেটাররা যেমন নিজেদের সামর্থ্য দেখানোর জন্য প্রস্তুত, তেমনি জেসির উপস্থিতি বিশ্বকাপে এনে দেবে বাড়তি মর্যাদা। নারী ক্রিকেটে অনন্য দৃষ্টান্ত তৈরি হবে তার মাধ্যমে। একজন নারী হিসেবে মাঠে আম্পায়ারিং করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং কাজ। অথচ ধারাবাহিকতা, দক্ষতা আর কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: