কোয়াবের মিলনমেলায় তামিমদের সঙ্গী নারী ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১২:০৮

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১২:১৩

শেয়ার

কোয়াবের মিলনমেলায় তামিমদের  সঙ্গী নারী ক্রিকেটাররা
কোয়াব নির্বাচন সামনে রেখে নারী-পুরুষ ক্রিকেটারদের মিলনমেলা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দীর্ঘদিন ধরে চলছে একটি অ্যাডহক কমিটির অধীনে। অবশেষে ৪ আগস্ট অনুষ্ঠিত সভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আহবায়ক সেলিম শাহেদ ৪ সেপ্টেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা দেন।

 

তবে নির্বাচন ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। দেশের নারী ক্রিকেটাররা অভিযোগ করেছেন, সংগঠনটির কার্যক্রমে তারা বৈষম্যের শিকার। নির্বাচনের ঘোষণা আসার পরই তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারীরা উপেক্ষিত থেকে যাচ্ছে।

 

এমন প্রেক্ষাপটে গতকাল (শুক্রবার) রাজধানীতে অনুষ্ঠিত হয় কোয়াবের এক মিলনমেলা। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বর্তমান ও সাবেক পুরুষ ক্রিকেটাররা। নারী দলের বর্তমান ক্রিকেটার রুমানা আহমেদ এবং সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথিরা জাকির জেসিও যোগ দেন এ আয়োজনে। নৈশভোজ ও আড্ডার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

 

আহবায়ক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন জানান, “এটা মূলত একটি মিলনমেলা ছিল। নির্বাচন সামনে রেখে ক্রিকেটারদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং একে অপরের সঙ্গে সময় কাটানোই উদ্দেশ্য।” তিনি আরও বলেন, আগামী ২১ আগস্টের মধ্যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

সভাপতি পদে কে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন রয়েছে, সদ্য অবসর নেওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এ পদে লড়তে পারেন। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

বর্তমান আহবায়ক সেলিম শাহেদ দেশের বাইরে থাকায় মিলনমেলায় উপস্থিত ছিলেন না। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কোয়াবের কার্যক্রম আরও সরব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে নারী ক্রিকেটারদের অভিযোগ নির্বাচনের আগে একটি বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।