শিরোনাম
.jpg)
বিশ্বকাপের আগে ভিন্নধর্মী প্রস্তুতির পথে টাইগ্রেসরা। ছবি: সংগৃহীত।
সাভারের বিকেএসপির সবুজ গালিচায় যেন জমতে শুরু করেছে ভিন্ন এক রঙ। আন্তর্জাতিক ম্যাচের ভিড় নেই, নেই গ্যালারিভরা দর্শক। তবু ব্যাট-বলের শব্দে মুখর হতে চলেছে মাঠ। কারণ, বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ ফিরে পেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল নামছে এক অপ্রচলিত চ্যালেঞ্জে প্রতিপক্ষ দেশেরই ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল!
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুর আর মাত্র ৫০ দিন বাকি। এই সময়টায় নিগার সুলতানা জ্যোতিদের হাতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। চার মাসের দীর্ঘ বিরতিতে প্রতিযোগিতার ধার ফিরিয়ে আনতে বিসিবি আয়োজন করেছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে নারী দলকে দুই ভাগে বিভক্ত করা দুটি স্কোয়াড এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুইবার করে। ১৮ আগস্ট সোমবার থেকে বিকেএসপিতে শুরু হবে এই সিরিজ।
এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের পর থেকেই মাঠের বাইরে টাইগ্রেসরা। বিসিবি নতুন কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা করলেও নানা বাস্তবতায় তা সম্ভব হয়নি। ফলে শুধু অনুশীলন নয়, ম্যাচ পরিস্থিতিতে অভ্যস্ত থাকার সুযোগও পাচ্ছিল না দল।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে এক মাসের নিবিড় ক্যাম্প শেষে বিকেএসপিতে এখন চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। কিন্তু কোচিং স্টাফের মতে, নেট প্র্যাকটিস কখনোই ম্যাচের চাপ ও সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তগুলো তৈরি করতে পারে না। তাই এই প্রতিযোগিতা মূলত সেই শূন্যতা পূরণ করবে।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়, হাইব্রিড পদ্ধতিতে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, কলম্বোতে, প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের আগে এই অভ্যন্তরীণ লড়াইকে বিসিবি দেখছে এক প্রকার প্রস্তুতির ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে।
আরও পড়ুন: