মুম্বাইতে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ এর ট্রফি উন্মোচন 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৮:৫৪

আপডেট: ১১ আগস্ট, ২০২৫ ১৯:১৬

শেয়ার

মুম্বাইতে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ এর ট্রফি উন্মোচন 
নারী ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচনে উৎসবের আমেজ। ছবি: সংগৃহীত।

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫–এর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। বুধবার মুম্বাইয়ে ‘৫০ দিন বাকি’ শীর্ষক অনুষ্ঠানে একত্রিত হলেন ভারতের নারী ক্রিকেটের বর্তমান তারকা হারমানপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমিমা রডরিগেজ, আর সাবেকদের মধ্যে ছিলেন কিংবদন্তি মিতালি রাজ ও যুবরাজ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সিইও সনজোগ গুপ্তা।

 

আসন্ন ৫০ ওভারের নারী বিশ্বকাপ উপমহাদেশে ফিরছে দীর্ঘ নয় বছরের অপেক্ষা শেষে। শেষবার কোনো সিনিয়র নারী আইসিসি টুর্নামেন্ট হয়েছিল এখানে ২০১৬ সালে, যখন ভারত আয়োজন করেছিল নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ভারত নারী বিশ্বকাপ আয়োজন করেছে ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে।

 

অনুষ্ঠানের উদ্বোধন করে জয় শাহ বলেন, “নারী ক্রিকেটের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ২০২৫ হবে বিশ্বমানের আয়োজন, যা খেলাটির মর্যাদা ও জনপ্রিয়তাকে আরও উঁচুতে নিয়ে যাবে। আইসিসি সবসময় নতুন আইডিয়া গ্রহণে উন্মুক্ত, এবং নারী ক্রিকেটের উন্নতির ধারা ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।”

 

তিনি আরও জানান, মাত্র ৫০ দিন পর শুরু হওয়া এই আসরের প্রস্তুতি প্রায় শেষের পথে। ভারত ও শ্রীলঙ্কা মিলিতভাবে আয়োজন করবে এবারের টুর্নামেন্ট। “আমি আশা করি, অংশগ্রহণকারী সব দলই ভারত ও শ্রীলঙ্কায় অসাধারণ অভিজ্ঞতা অর্জন করবে,” যোগ করেন জয় শাহ।

 

এছাড়া অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিশ্বকাপের ট্রফি ট্যুর। মুম্বাই থেকে শুরু হয়ে ট্রফি যাবে আয়োজক সব শহরে, পাশাপাশি দিল্লিতেও পৌঁছাবে। শুধু শহরের দর্শকদের জন্য নয়, ট্রফি যাবে বিভিন্ন স্কুলেও, যাতে ছাত্রছাত্রীরা কাছ থেকে বিশ্বকাপের আমেজ উপভোগ করতে পারে। বিসিসিআই ও আইসিসি মিলে এই স্কুল প্রোগ্রামের অংশ হিসেবে নির্বাচিত কিছু স্কুলের শিক্ষার্থীদের ম্যাচ দেখার সুযোগ করে দেবে।

 

এই আয়োজনে একসাথে উপস্থিত হওয়া ভারতীয় নারী ক্রিকেটের অতীত ও বর্তমান প্রজন্মের তারকাদের মঞ্চে দেখা পাওয়া ছিল অনন্য মুহূর্ত। অভিজ্ঞতা, সাফল্যের গল্প ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে প্যানেল আলোচনায় শোনা যায় নানা মূল্যবান কথা। মিতালি রাজ বলেন, “এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং নারী ক্রিকেটের বিকাশের জন্য এক বিশাল সুযোগ।”

 

মুম্বাইয়ের প্রাণবন্ত অনুষ্ঠানে গর্জন তুলেছিল দর্শকরা, যা প্রমাণ করে নারী ক্রিকেট আজ আর শুধু খেলা নয়, বরং অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ট্রফি ট্যুর শুরু হওয়ায় এখন থেকেই শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা।