প্রতিপক্ষ সংকটে বিশ্বকাপের আগে বিসিবির বিকল্প টুর্নামেন্ট আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ২১:১৫

শেয়ার

প্রতিপক্ষ সংকটে বিশ্বকাপের আগে বিসিবির বিকল্প টুর্নামেন্ট আয়োজন
প্রতিপক্ষ না পেয়ে নারীদের বিশ্বকাপ প্রস্তুতিতে বিসিবির অভিনব উদ্যোগ। ছবি: সংগৃহীত।

নারী ক্রিকেটে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, কিন্তু তার আগে শক্তিশালী কোনো আন্তর্জাতিক প্রতিপক্ষ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতির দল। অন্য দলগুলো প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক সিরিজ খেললেও, টাইগ্রেসরা এপ্রিলের বাছাই পর্বের পর থেকে মাঠে নামেনি।

 

এই পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী দলের দুইটি এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে তিন দলের চ্যালেঞ্জ কাপ আয়োজন করা হবে বিকেএসপিতে, ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। উদ্দেশ্য একটাই আন্তর্জাতিক ম্যাচের অভাব কিছুটা হলেও পূরণ করা।

 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম জানালেন, "মানসম্মত প্রতিপক্ষ না পাওয়ায় আমরা আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারিনি। তাই প্রস্তুতিকে ম্যাচমুখী করতে ঘরোয়া চ্যালেঞ্জ কাপ আয়োজন করছি, যেখানে মেয়েদের দুটি দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল থাকবে।"

 

বিশ্বকাপের আগে এক মাসের সিলেট ক্যাম্প শেষ করেছে দল, যা ফাহিমের মতে বেশ ফলপ্রসূ হয়েছে। কক্সবাজারে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু, এরপর বিকেএসপি এবং শেষ ধাপে সিলেট সব মিলিয়ে প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

 

ফাহিমের ভাষায়, "আমাদের বোলিং আগেও ভালো ছিল, এবার আরও উন্নতি হয়েছে। ফিল্ডিংয়ে অগ্রগতি হয়েছে, সবচেয়ে বড় কথা ব্যাটিংয়ে উন্নতি স্পষ্ট। মানসিক দিক থেকেও মেয়েরা এখন অনেক বেশি প্রস্তুত।"

 

নারী দলের ভারতে যাওয়ার কথা ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ অক্টোবর কলম্বোতে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে।

 

বিসিবির এই অভিনব পরিকল্পনা সফল হলে, আন্তর্জাতিক ম্যাচের অভাবেও বিশ্বকাপের আগে জ্যোতিদের প্রস্তুতি পূর্ণতা পাবে এমনটাই আশা করা হচ্ছে ক্রিকেট মহলে।