হান্ড্রেডের সাফল্যেই বিশ্বকাপ দলে ফিরতে চান সারাহ গ্লেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৮:২২

শেয়ার

হান্ড্রেডের সাফল্যেই বিশ্বকাপ দলে ফিরতে চান সারাহ গ্লেন
সারাহ গ্লেনের আত্মবিশ্বাস হান্ড্রেডের সাফল্যেই ফিরবেন ইংল্যান্ড দলে। ছবি: সংগৃহীত।

লন্ডন স্পিরিটের লেগ-স্পিনার সারাহ গ্লেন বিশ্বাস করেন, আবার ইংল্যান্ড দলে ফিরতে হলে তাঁকে খেলতে হবে নিজের "সেরা ক্রিকেট"। বিশ্বকাপের ঠিক আগে দারুণ এক ‘হান্ড্রেড’ মৌসুমের আশায় রয়েছেন ২৫ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।

 

গত বছর দ্য হান্ড্রেড জেতা লন্ডন স্পিরিটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন গ্লেন। তিনি নিয়েছিলেন ১৩ উইকেট যা ছিল টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার সাম্প্রতিক সময়টা মোটেই সুখকর নয়। অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচ খেলে দুটিতেই ছিলেন উইকেটশূন্য। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডেই জায়গা পাননি।

 

তাই আবার আলোয় ফেরার মঞ্চ হিসেবে দ্য হান্ড্রেডকেই বেছে নিতে চান গ্লেন। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে ফিরতে পারা দারুণ ব্যাপার। লর্ডসের মতো হোম গ্রাউন্ডে শিরোপা জেতার স্মৃতি একেবারে স্পেশাল।”

 

তিনি আরও বলেন, “পুরো দল আবার একসঙ্গে হয়েছে, কিছু নতুন মুখও এসেছে। টুর্নামেন্টটা লম্বা, মাঝেমধ্যে একটু বিশৃঙ্খলও তাই একটা করে ম্যাচ নিয়ে ভাবতে হবে।"

 

চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রসঙ্গে আত্মবিশ্বাসী গ্লেন জানান, “আমার আত্মবিশ্বাস অনেক বেশি! এই টুর্নামেন্টে চাপের মুহূর্তে যে দল পথ খুঁজে পায়, তারাই জেতে। আমরা সেটাই করতে চাই।”

 

সারাহ গ্লেন জানেন, হান্ড্রেডে ভালো করতে পারলেই ইংল্যান্ড দলে ফেরার পথটা খুলে যাবে, বিশেষ করে যখন সামনে ঘরের মাঠে নারী বিশ্বকাপ।

 

“আমার লক্ষ্য নিজের সেরা ক্রিকেট খেলা। ইংল্যান্ডের হয়ে খেলার চেয়ে বড় কিছু নয়, বিশেষ করে সেটা যদি হয় হোম ওয়ার্ল্ড কাপ! তবে এখনই ভাবতে চাই না চেষ্টা করব ভালো খেলতে, যেই দলের হয়েই হোক না কেন।”

 

পেছনের সাফল্যও গ্লেনকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। উইমেন’স ভাইটালিটি ব্লাস্টে দ্য ব্লেজের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি, সেমিফাইনালে ওভালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট।

 

“ওভালে সেই ম্যাচটা ছিল বড় মুহূর্ত। যদিও জয় পাইনি, কিন্তু চাপের সময়গুলোর অভিজ্ঞতা পাওয়া গেছে, যেটা হান্ড্রেডে কাজে লাগবে।”

 

বিশ্বকাপের স্বপ্ন এখনও দূরে, কিন্তু সারাহ গ্লেন জানেন সফরটা শুরু করতে হয় একটা ভালো মৌসুম দিয়েই।