বিশ্বকাপ অভিযানে নারী দলের কোচিং প্যানেলে আলমগীর কবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১২:৫৯

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ১২:৫৯

শেয়ার

বিশ্বকাপ অভিযানে নারী দলের কোচিং প্যানেলে আলমগীর কবির
বিশ্বকাপ সামনে রেখে টাইগ্রেসদের পেস ইউনিটে আস্থা আলমগীর কবির। ছবি: সংগৃহীত।

সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই বৈশ্বিক আসরের আগে এক নতুন দায়িত্বে দেখা যাবে বাংলাদেশের সাবেক জাতীয় দলের পেসার আলমগীর কবিরকে। প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে নারী দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন এই সাবেক ডানহাতি পেসার।

 

নারী দলের সঙ্গে শুরু থেকেই ক্যাম্পে কাজ করছেন আলমগীর কবির। তাঁর মূল দায়িত্ব পেস বোলারদের গাইড করা হলেও, অতিরিক্তভাবে ফিল্ডিংয়েও নজর রাখছেন তিনি। এর আগে দলের পেস বোলিং ইউনিটের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম। এবার সেই জায়গায় দেখা যাচ্ছে আলমগীরকে, যিনি একসময় নিজেই জাতীয় দলের হয়ে বল হাতে প্রতিপক্ষকে ভুগিয়েছেন।

 

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। দুইটি ওয়ার্ম-আপ ম্যাচে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' দল ও শ্রীলঙ্কা জাতীয় দল। ম্যাচ দুটি ২৫ ও ২৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

আইসিসি ইতোমধ্যেই নারী ওয়ানডে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া আটটি দলই ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ ছাড়া আন্তর্জাতিক কোনো সিরিজ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।

 

তবে প্রস্তুতির ঘাটতি যেন না থাকে, সেজন্য পরিকল্পনার ঘাটতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ক্যাম্প, স্কিল ট্রেনিং, এবং নিজেদের মধ্যে ম্যাচ—সবই চলছে নির্ধারিত ছকে। এরই মধ্যে সিলেটের একটি ক্যাম্প শেষ করে কিছুদিনের বিশ্রামে আছেন ক্রিকেটাররা। আগস্টের ৮ থেকে ১৬ তারিখ পর্যন্ত নতুন আরেকটি ক্যাম্পে যোগ দেবেন তারা। এরপর নিজেদের মধ্যে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

 

টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, সুশৃঙ্খল প্রস্তুতি আর অভিজ্ঞ কোচিং স্টাফের তত্ত্বাবধানে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারবে টাইগ্রেসরা। আর আলমগীর কবিরের মতো অভিজ্ঞ একজন পেসারকে পাশে পেয়ে পেস ইউনিটও বাড়তি আত্মবিশ্বাস পাবে, এমনটাই আশা করা যাচ্ছে।

 

আন্তর্জাতিক পর্যায়ে পেস বোলিং নিয়ে অভিজ্ঞতা থাকায় নারী দলের এই বিভাগে আলমগীরের অবদান হতে পারে গুরুত্বপূর্ণ। তাঁর পেশাদারিত্ব, বলের ওপর নিয়ন্ত্রণ আর ক্রিকেট বোঝাপড়ার অভিজ্ঞতা তরুণ বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিশ্বকাপ সামনে রেখে নারী দল এখন একটি সুপরিকল্পিত ছকে নিজেদের প্রস্তুত করছে। ক্রিকেটারদের ইচ্ছাশক্তি ও কোচদের কৌশল মিলে বিশ্বমঞ্চে টাইগ্রেসদের নতুন চেহারায় দেখার প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।