নেপালের সঙ্গে ‘ড্র’ করেও র‌্যাঙ্কিংয়ে অনড় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১০

শেয়ার

নেপালের সঙ্গে ‘ড্র’ করেও র‌্যাঙ্কিংয়ে অনড় বাংলাদেশ
বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।

ফিফার সর্বশেষ পুরুষ ফুটবল র‌্যাঙ্কিংয়ে জায়গা ধরে রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় জামাল ভূঁইয়া–হামজাদের অবস্থান আগের মতোই ১৮৪তম। জুলাইয়ে প্রকাশিত র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ ছিল একই স্থানে।

 

গত জুলাই-আগস্টে জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও কাঠমান্ডুর পরিস্থিতির কারণে একটি ম্যাচই আয়োজন সম্ভব হয়। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ফলস্বরূপ র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। নেপালও অপরিবর্তিত থেকে গেছে ১৭৬তম স্থানে।

 

তবে সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। অক্টোবর ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ হংকং। সেই লড়াইয়ের পর আগামী ২৩ অক্টোবর প্রকাশিত হবে নতুন র‍্যাংকিং।

 

অন্যদিকে নারী ফুটবলে ভিন্ন চিত্র। সাম্প্রতিক র‍্যাংকিংয়ে বাংলাদেশ নারী দল ঋতুপর্ণাদের নেতৃত্বে সর্বোচ্চ ধাপ উন্নতি করেছে, যা ছিল এক বড় চমক।

 

বিশ্ব ফুটবলে শীর্ষে এবার স্পেন। এক ধাপ নিচে নেমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলে গেছে তৃতীয় স্থানে। তাদের ওপরে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যারা কাতার বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল।