শিরোনাম

অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল(মাঝে)। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার কলম্বোতে ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর বসছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর। ছেলেদের এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল শনিবার কলম্বো উড়াল দেবে বাংলাদেশ দল। গত দেড় মাস ধরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে কড়া অনুশীলন শেষে এখন তারা পুরোপুরি প্রস্তুত।
বাফুফে ভবনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন দলের আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মধ্যে জয়ের মানসিকতা রয়েছে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়েও আমরা কাজ করেছি। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।”
গত আসরে ভুটানে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে কাঁদতে হয়েছিল বাংলাদেশকে। সেই তিক্ত স্মৃতি ভুলতে চান না অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তার কণ্ঠেও শোনা গেল দৃঢ় প্রত্যয়, “গতবারের ফাইনাল হারের কষ্ট আমরা ভুলিনি। সেই হার আমাদের অনেক কিছু শিখিয়েছে। এবার শুধু সেমিফাইনাল বা ফাইনাল খেলার জন্য যাচ্ছি না, আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।”
এবার বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন, এরপর ২১ সেপ্টেম্বর লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বে এই দুই বাধা পেরোতে হবে দলকে।
আরও পড়ুন: