শিরোনাম

বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন জামাল-তপুরা। ছবি: সংগৃহীত।
তিন দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের অস্থির পরিস্থিতিতে কাঠমান্ডুতে আটকে পড়া লাল-সবুজের প্রতিনিধি দলকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর এই বিশেষ উড়োজাহাজ অবতরণ করে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে। একই ফ্লাইটে দেশে ফিরেছেন ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও।
কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেল থেকে সকালে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। স্থানীয় সময় পৌনে ৯টার দিকে তারা পৌঁছায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে তারা বোর্ডিং করে দেশে ফেরার পথে রওনা দেন।
এর আগে নেপালে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ ও সহিংসতায় স্থবির হয়ে পড়ে পরিস্থিতি। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন সহিংস রূপ নিলে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি। বিক্ষোভকারীরা সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেন, ভাঙচুর চালান রাজনীতিবিদদের বাড়িঘরেও। দুই দিনের সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ৩০ জন। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেললেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি। সহিংসতার কারণে হোটেলে বন্দী থাকতে হয় পুরো দলকে।
বিমানবন্দর খুলে দেওয়ার পর বুধবার রাতেই ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে প্রয়োজনীয় অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন কোচ, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ৩২ জনের বহর।
এখন সামনে নতুন দায়িত্ব এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো। আগামী অক্টোবরেই শুরু হবে লড়াই। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিরতি ম্যাচ।
আরও পড়ুন: