বাংলাদেশ দলের ফেরার সম্ভাব্য সময় জানালো আইএসপিআর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৬

শেয়ার

বাংলাদেশ দলের ফেরার সম্ভাব্য সময় জানালো আইএসপিআর
এখনো নেপাল ছাড়তে পারেনি বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দেশে ফিরতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দলটি বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে ঢাকায় ফিরবে।

 

আইএসপিআরের এক বার্তায় জানানো হয়েছে, নেপালগামী বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি আজ সকাল ১১টা ৫৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। সেই বিমানে করেই বিকেলের মধ্যে জাতীয় ফুটবল দল ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

এদিকে, যেই সময়ে বাংলাদেশ দল নেপাল সফর শেষ করছে, সেখানেই চলছে ব্যাপক অস্থিরতা। গত সোমবার থেকে ফেসবুক, এক্স ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করায় বিক্ষোভে ফেটে পড়েন হাজারো তরুণ-তরুণী। পুলিশের গুলিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

 

সরকারি স্থাপনাগুলোতে  হামলার পর সহিংসতা ভয়াবহ রূপ নেয়। মঙ্গলবারই পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি। পরে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল তাকে অন্তর্বর্তী সরকার গঠনের নির্দেশ দিলেও ওলি সরকারি বাসভবন ছেড়ে চলে যান। তার অবস্থান এখনও অজানা।

 

আন্দোলনকারীদের প্রতিনিধি রেহান রাজ দঙ্গল জানিয়েছেন, তারা সেনা কর্তৃপক্ষকে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন।