শিরোনাম

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল, হোটেলবন্দী বাংলাদেশের ফুটবলাররা। ছবি: সংগৃহীত।
নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে সরকারবিরোধী আন্দোলনে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে দেশটির সরকার। এ অবস্থায় নেপালে প্রীতি ম্যাচ খেলতে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলও পড়েছে অনিশ্চয়তায়।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নেপালের মধ্যে ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা হওয়ার কথা। তবে হঠাৎ অশান্ত পরিবেশে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে জামাল ভূঁইয়ারা অনুশীলনে নামার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করতে হয়েছে।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, “নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলনের কথা ছিল। তবে দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত, তাই রওনা হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ দল নিরাপদে হোটেলেই অবস্থান করছে।”
নেপাল দল আগের দিন অনুশীলন করলেও বাংলাদেশ ছিল বিশ্রামে। আজকের সেশনও না হওয়ায় ম্যাচ হলে দুই দিন অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। এর মধ্যে আজ সকালে দুই দলের কোচ ও অধিনায়কের অংশগ্রহণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: