শিরোনাম

হোটেলে আটকা পড়েছেন বাংলাদেশের প্লেয়াররা। ছবি: সংগৃহীত।
নেপালে সরকারবিরোধী আন্দোলন নতুন করে তীব্র আকার নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনীতিকদের এলাকায় কারফিউ জারি করেছে সরকার। আন্দোলনের কারণে কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অচলাবস্থা, যার প্রভাব পড়েছে বাংলাদেশ দলের প্রস্তুতিতেও। হোটেল থেকে বের হতে না পারায় দ্বিতীয় ম্যাচের অনুশীলন করা সম্ভব হয়নি জামাল ভূঁইয়াদের।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিকাল তিনটায় স্টেডিয়ামে অনুশীলনের কথা ছিল। দুপুর ১২টায় টিম হোটেলেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন সম্পন্ন হয়। এরপরই মাঠে যাওয়ার কথা থাকলেও পথে বাধা হয়ে দাঁড়ায় রাজনৈতিক পরিস্থিতি।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, “তিনটায় অনুশীলনের সময় ঠিক ছিল। সোয়া দুইটায় হোটেলের লবিতে এসে জানতে পারি, এখন বের হওয়া সম্ভব নয়। স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। তাই আপাতত হোটেলেই অবস্থান করতে হবে। অনুশীলনের বিষয়ে দ্রুতই নতুন সিদ্ধান্ত জানানো হবে।”
আরও পড়ুন: