নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের গোলশূন্য ড্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪২

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪২

শেয়ার

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের গোলশূন্য ড্র
বল দখলের লড়াইয়ে সাদ উদ্দিন। ছবি: সংগৃহীত।

বল দখল থেকে শট সব ক্ষেত্রেই লড়াই হয়েছে সমানে–সমান। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দলের কেউই জালের দেখা না পাওয়ায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ ও নেপাল। ফলে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচে জয়শূন্য রইল বাংলাদেশ, যার মধ্যে চারটি ড্র এবং দুটি হার।

 

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জুনের ম্যাচের তিন মাস পরই আন্তর্জাতিক অঙ্গনে ফিরল বাংলাদেশ দল। তবে সেই দলে থাকা হামজা চৌধুরী ও শমিত সোমরা এবার ছিলেন না। অনূর্ধ্ব–২৩ দলের হয়ে ভিয়েতনাম সফরে গেছেন শেখ মোরসালিন ও ফাহামিদুল ইসলামও।

 

অন্যদিকে দলে থাকলেও চোটে ছিটকে যান গোলকিপার মিতুল মারমা। তাই গোলপোস্টের দায়িত্ব পড়েছিল মোহামেডানের সুজন হোসেনের কাঁধে। তাঁকে অবশ্য বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি।

 

প্রথমার্ধে দুটি দারুণ সুযোগ পায় বাংলাদেশ। নবম মিনিটে জামাল ভূঁইয়ার ক্রসে তপু বর্মণের হেড রুখে দেন নেপালের অভিজ্ঞ গোলকিপার কিরন চেমজং। এরপর ৩৯তম মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে তৈরি হয় গোলের সুযোগ। বল ফসকে যাওয়া সুমন রেজা তড়িঘড়ি করে শট নেন, কিন্তু তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এর আগেই ৩০তম মিনিটে নেপালের অনন্ত তামাংয়ের ব্যাক–হেড প্রতিহত করেছিলেন সুজন।

 

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ কিছুটা কমে যায় দুই দলেরই। বদলি নামা তাজ উদ্দিন ৭৬তম মিনিটে একবার দূরপাল্লার শট নিলেও তা সরাসরি গোলকিপারের হাতে জমা হয়। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায়ই ভাগাভাগি করতে হয় দুই দলকে।

 

২০২০ সালের পর থেকে নেপালের বিপক্ষে জয়হীন থাকল বাংলাদেশ। এই সময়ে ছয় ম্যাচে চারবার ড্র করেছে লাল–সবুজেরা, হারতে হয়েছে দুবার।

 

একই মাঠে ৯ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।