যোগ করা সময়ে গোল খেয়ে মোরসালিন-ফাহমিদুলদের স্বপ্ন শেষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

যোগ করা সময়ে গোল খেয়ে মোরসালিন-ফাহমিদুলদের স্বপ্ন শেষ
কোনো আক্রমণই শেষ করতে পারেননি বাংলাদেশ যুবারা। ছবি: সংগৃহীত।

শেষ বাঁশির আর মাত্র ৩৫ সেকেন্ড বাকি। যোগ করা চার মিনিটও প্রায় শেষ। সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ ড্র হচ্ছে, তখনই ঘটে গেল অঘটন। বাংলাদেশের জালে বল জড়িয়ে দিল ইয়েমেন, আর সেই গোলই শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে দিল।

 

ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে শেখ মোরছালিনরা কার্যত বিদায় বলে দিল ২০২৬ এশিয়ান কাপের স্বপ্নকে।

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা ইয়েমেনের বিপক্ষে লড়াইটা বেশ জমাটই করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারলেও, ইয়েমেনের বিপক্ষে তারা রক্ষণভাগের দৃঢ়তায় প্রায় পুরো সময় প্রতিপক্ষকে আটকে রেখেছিল। অথচ সমীকরণ ছিল সহজ এই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই বাঁচত চূড়ান্তপর্বে যাওয়ার আশা।

 

কিন্তু বিপদ আসে ৮৭ মিনিটে। বক্সের বাইরে ফাউল করে বসেন মজিবর রহমান। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। সংখ্যাগত ঘাটতির সেই চাপ শেষ পর্যন্ত ভাঙে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বদলি হিসেবে নামা মোহাম্মদ এসাম আল আওয়ামী ডি-বক্সে দারুণ পাস বিনিময়ের পর গোলকিপার মেহেদী হাসানকে পরাস্ত করে বল পাঠান জালে। ইয়েমেন শিবিরে তখন উল্লাস, বাংলাদেশের ছেলেরা মাটিতে ঢলে পড়েন হতাশায়।

 

এই হারের ফলে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ নেমে গেছে চারে। নিয়ম অনুযায়ী ১২ গ্রুপের প্রতিটি চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ উঠবে মূল পর্বে। শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালেও ৩ পয়েন্টে বাংলাদেশের সম্ভাবনা অতি ক্ষীণ। বরং সিঙ্গাপুর–ভিয়েতনাম ম্যাচ যদি ড্র হয়, তবে কাগজে-কলমের সামান্য হিসাবও আর থাকবে না।