ভিয়েতনামের কাছে হোঁচট খেল কিউবা-মোরসালিনরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৫

শেয়ার

ভিয়েতনামের কাছে হোঁচট খেল কিউবা-মোরসালিনরা
কিউবার সাথে পুরো বাংলাদেশকেই চেপে ধরে ভিয়েতনামের ফুটবলাররা। ছবি: সংগৃহীত।

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটি করে গোল হজম করে দলটি।

 

বাংলাদেশ দলের নিয়মিত হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থতার কারণে ভিয়েতনামের হাসপাতালে ভর্তি আছেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন হাসান আল মামুন। তবে তার অধীনে দলের যাত্রাটা ভালো হয়নি। যদিও র‍্যাঙ্কিং ও অন্যান্য সূচকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, তবুও এক মাসের দীর্ঘ প্রস্তুতি এবং ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল ও জায়ান আহমেদ দলে থাকায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ বা ড্র আশা করা গিয়েছিল, যা পূরণ হয়নি।

 

ম্যাচের শুরু থেকেই ভিয়েতনাম আধিপত্য বিস্তার করে। দ্বিতীয় মিনিটেই তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ম্যাচের ১৫ মিনিটে নিখুঁত পাসে বাংলাদেশের রক্ষণ ভেঙে বক্সের মধ্যে প্রবেশ করেন ভিয়েতনামের নিগক মিই। তাকে বাধা দিতে না পেরে বল জালে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্ডাররা।

 

এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। মাঝমাঠে তিনি কয়েকটি আক্রমণ তৈরির চেষ্টা করেন। আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ লেফট ব্যাক পজিশনে খেললেও প্রায় পুরো মাঠ জুড়ে সক্রিয় ছিলেন। আক্রমণ ও রক্ষণ উভয় দিকেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা এই ম্যাচে বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়েছে।

 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোচ একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও কোনো গোলের দেখা পায়নি। এই অর্ধেও ভিয়েতনামের দুটি শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের ৮৩ মিনিটে লে ভিক্টর আরেকটি গোল করলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়ই স্বাগতিক দলের কাছে ছিল। দ্বিতীয়ার্ধে কিউবা মিচেলকে তুলে নেওয়া হয়। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কিছু দারুণ সেভ না করলে পরাজয়ের ব্যবধান আরও বাড়তে পারত।

 

একই দিনে অনুষ্ঠিত অন্য ম্যাচে ইয়েমেন ২-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে। ফলে এক ম্যাচ শেষে ভিয়েতনাম ও ইয়েমেন উভয় দলের পয়েন্ট ৩ করে। গোল পার্থক্যে ভিয়েতনাম টেবিলের শীর্ষে এবং ইয়েমেন দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের কোনো পয়েন্ট না থাকলেও, গোল ব্যবধানে বাংলাদেশ সবার নিচে রয়েছে।

 

আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেতে হবে। ওই ম্যাচে হারলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে।