শিরোনাম

বিমানবন্দরে অপেক্ষারত বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিলম্বের কারণে নেপালে যেতে দেরি হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের। ঢাকা থেকে আজ (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা থাকলেও, তা পিছিয়ে সন্ধ্যা ৭টায় নতুন করে নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর ফলে ফুটবল দলকে বিমানবন্দরেই পাঁচ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। এই আকস্মিক বিড়ম্বনার কারণে আজ দলের নেপালে অনুশীলন করার কোনো সুযোগ নেই। এমনকি হোটেলে পৌঁছেও ফুটবলারদের রিকভারি সেশন করার পর্যাপ্ত সময় থাকবে না। ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা এবং দ্বিতীয় ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর।
নেপাল সফর নিয়ে বাংলাদেশ দলের এমন বিচিত্র অভিজ্ঞতা এবারই প্রথম নয়। প্রায় এক যুগ আগে প্রীতি ম্যাচ খেলার জন্য রওনা হয়েও ফ্লাইট বিলম্বের শিকার হয়েছিল দলটি। সেদিন বিমানবন্দরের পাশে একটি হোটেলে রাত কাটিয়ে পরদিন তারা আবার যাত্রা করেছিলেন তারা।
আরও পড়ুন: