শিরোনাম

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত।
নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলে নেই বহুল আলোচিত মিডফিল্ডার হামজা চৌধুরী এবং তরুণ ফরোয়ার্ড শমিত সোম।
হামজাকে নিয়ে অনিশ্চয়তা চলছিল কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইংলিশ ক্লাব লেস্টার সিটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে এই সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশে খেলতে ছাড় দেবে না হামজাকে। আমেরের ভাষায়, "হামজার শেষ ম্যাচে সামান্য চোট ছিল। ক্লাব এবং তার এজেন্ট নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, নেপাল সফরে সে আসছে না।"
ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শুক্রবার (২৯ আগস্ট) বার্মিংহাম সিটির বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। ২–০ গোলের জয়ে ৭২ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। সেই চোট ও ব্যস্ত সূচি মাথায় রেখেই তাকে বিশ্রাম দিচ্ছে লেস্টার। অন্যদিকে ক্লাবের টাইট সূচির কারণে নেপালে আসতে পারছেন না কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির ফরোয়ার্ড শমিত সোমও।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে গত জুনে খেলা দল থেকে বেশ কয়েকজন ফুটবলার বাদ পড়েছেন। মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানদের এবার রাখা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে।
তবে জায়গা পেয়েছেন নতুন কিছু মুখ। ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন। সিঙ্গাপুর ম্যাচের দলে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকেও ফিরিয়ে এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
নেপালের বিপক্ষে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬ নম্বরে, বাংলাদেশ ১৮৪ নম্বরে থাকলেও দুই দলের লড়াই সবসময়ই সমানে সমান। এই প্রীতি ম্যাচগুলোকে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবেই দেখছে লাল-সবুজ শিবির।
বাংলাদেশ দল আজ (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ফ্লাইট ধরবে । সফর শেষে অক্টোবরেই অপেক্ষা আরও বড় চ্যালেঞ্জ হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা। ৯ অক্টোবর ঢাকায়, আর ১৪ অক্টোবর হংকংয়ে।
বাছাইপর্বে এ পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে গ্রুপের তৃতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্টে দুইয়ে হংকং। আর ভারতের অবস্থান একেবারে তলানিতে, লাল-সবুজের সমান ১ পয়েন্ট নিয়েই।
বাংলাদেশ স্কোয়াড: গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম। ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।
আরও পড়ুন: