শিরোনাম

হামজা দেওয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ ফুটবল দলকে সেপ্টেম্বরে নেপাল সফরে দেখা যাবে না হামজা চৌধুরীকে। বিষয়টি নিয়ে গুঞ্জন আগে থেকেই ছিল, তবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দলে ছিলেন হামজার নামও। পরিকল্পনা ছিল সরাসরি নেপালে যোগ দেওয়ার। কিন্তু শেষ মুহূর্তে সব সমীকরণ পাল্টে গেল।
জাতীয় দলের ম্যানেজার আমের খান ফেডারেশন ভবন থেকে বের হয়ে জানালেন, "হামজা এবার নেপাল সফরে থাকছে না। আগের ম্যাচে কিছুটা ব্যথা পেয়েছে সে। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাব ও তার এজেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলবে না।"
আসলে পেশাদার ফুটবলে ক্লাবের গুরুত্ব অনেক বেশি। ফিফার নিয়ম অনুযায়ী ক্লাবগুলো উইন্ডোতে খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও লেস্টার সিটির সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক মসৃণ রাখতেই খানিকটা নমনীয়তা দেখিয়েছে বাফুফে। সভাপতির পক্ষ থেকেও চেষ্টা ছিল তাকে মাঠে দেখতে পাওয়ার, তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি।
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে গত শুক্রবার বার্মিংহাম সিটির বিপক্ষে খেলতে নেমে চোট পান হামজা। কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষের পর কিছুক্ষণ খুড়িয়ে হেঁটে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও ম্যাচ শেষে জয় উদযাপনের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকার পা-সংক্রান্ত ইনজুরি খুব গুরুতর না হলেও, আপাতত জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হচ্ছে না। তপু বর্মণরা তাই নেপাল সফরে নামবেন পরিচিত চেহারার দল নিয়েই, হামজাকে ছাড়া।
আরও পড়ুন: