শিরোনাম

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন। ছবি: স্পোর্টস২৪বিডি।
বাংলাদেশের মেয়েরা ইতোমধ্যেই নিজেদের পরিচিতি ছড়িয়ে দিয়েছেন গোটা এশিয়ায়। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে খেলবেন জাতীয় দল, পাশাপাশি অনূর্ধ্ব–২০ দলও জায়গা করে নিয়েছে মূল পর্বে। মেয়েদের এই অর্জন এখন দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত সাফল্য। তবে প্রশ্ন উঠছে, মেয়েদের এ সাফল্য কি ছেলেদের জন্য বাড়তি চাপ তৈরি করছে?
বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল এখন এশিয়ান কাপের বাছাই মিশনে নামতে প্রস্তুত। প্রথমবারের মতো বাছাই খেলতে গিয়ে কোচ সাইফুল বারি টিটুর দল প্রস্তুতি নিয়েছে দেশের বাইরে। বাহরাইনে ১২ দিনের ক্যাম্প করেছে তারা, যেখানে দু’টি প্রস্তুতি ম্যাচ খেললেও জয় পায়নি কোনো ম্যাচে। তবে দেশে ফিরে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়ে আত্মবিশ্বাসী শোনালেন আল–আমিন, শেখ মোরসালিনরা।
মোরসালিন অবশ্য মেয়েদের সাফল্যকে চাপ নয়, বরং অনুপ্রেরণা হিসেবেই দেখছেন। জাতীয় দলে খেলা এই তরুণ ফরোয়ার্ড বললেন, “অবশ্যই মেয়েদের অর্জন আমাদের ইন্সপায়ার করে। চাপ নয়, বরং তাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। আমাদেরও বিশ্বাস হয়, আমরা পারব।”
মূল পর্বে উঠতে হলে কঠিন লড়াই পেরোতে হবে মোরসালিনদের। এ কারণেই স্কোয়াডে ডাক পেয়েছেন চার প্রবাসী ফুটবলার কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, জায়ান হাকিম ও তানিল সালিক। দেশের বাইরে ক্যাম্প, প্রবাসীদের অন্তর্ভুক্তি, সবকিছু মিলিয়ে বাফুফে ছেলেদের সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
তবুও মেয়েদের সঙ্গে তুলনা এড়ানো যাচ্ছে না। নানা অব্যবস্থাপনা সত্ত্বেও বারবার বড় মঞ্চে সাফল্য এনে দিয়েছে মেয়েরা। এ জন্যই হয়তো প্রত্যেক ছেলেকেই এখন একই প্রশ্ন শুনতে হয়, মেয়েদের কৃতিত্ব কি চাপ বাড়ায় না?
শেখ মোরসালিন সেই প্রশ্নের জবাবে বিড়ম্ববনার এক হাসি হেসেছেন। মেয়েদের অর্জনে ছেলেদের উপর চাপ আসে কিনা সেই প্রশ্নের উত্তর হয়তো তারও জানা নেই।
আরও পড়ুন: