চূড়ান্ত পর্বের স্বপ্নে প্রস্তুত বাংলাদেশ, ফাহমিদুলকে নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ২০:১৬

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ২০:১৭

শেয়ার

চূড়ান্ত পর্বের স্বপ্নে প্রস্তুত বাংলাদেশ, ফাহমিদুলকে নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অ-২৩ জাতীয় ফুটবল দল কখনো এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পার হতে পারেনি। তবে এবার ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়েই দল রওনা দিচ্ছে। মধ্যরাতে দেশ ছাড়বেন বাংলাদেশ যুবারা, যেখানে হেড কোচ সাইফুল বারী টিটু ও ফরোয়ার্ড শেখ মোরসালিন মাঠে নামার আগে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।

 

এই আসরে এশিয়ার ৪৪টি দেশ অংশ নিচ্ছে। এগারো গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স-আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।

 

টিটু জানিয়েছেন, "এই আসরে আমরা কখনো মূল পর্বে খেলিনি। এবার বাস্তবিক অর্থেই আমাদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ও ইয়েমেনকে আমরা পর্যবেক্ষণ করেছি। প্রথম দিনেই তারা খেলবে, তাই তাদের আরও বিশ্লেষণের সুযোগ থাকবে।"

 

দলের প্রস্তুতি এবার নজরকাড়া। প্রথমবারের মতো বিদেশে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অ-২৩ দল। টিটু বলেন, "প্রায় এক মাস আমরা অনুশীলন করেছি। বাহরাইনে দু’টি শক্তিশালী ম্যাচ খেলেছি। এরপরও আমরা অপ্রস্তুত বা পিছিয়ে আছি বলার সুযোগ নেই।"

 

গ্রুপ র‌্যাংকিং ও সিডিং অনুযায়ী বাংলাদেশ নিচের দিকেই থাকলেও দলের আত্মবিশ্বাস উঁচু। শেখ মোরসালিন আশা ব্যক্ত করেছেন, "আমরা তিনটি ম্যাচই জিততে চাই। পরের পর্বে খেলার জন্যই আমরা ভিয়েতনাম যাচ্ছি। দলের সবাই উজ্জীবিত।"

 

তবে এক বড় এক অসুবিধা হলো ফাহমিদুল ইসলামের প্রথম ম্যাচে অনুপস্থিতি। টিটু জানিয়েছেন, "ফাহমিদুল ১ সেপ্টেম্বর ভিয়েতনামে আসবে। একটি অনুশীলন সেশন করেই খেলা বেমানান হবে। তবে পরের দুই ম্যাচে সে খেলবে। প্রয়োজন হলে প্রথম ম্যাচে বদলি হিসেবে নামানো যেতে পারে।"

 

দলে প্রবাসী ফুটবলাররাও ভালোভাবে মানিয়ে নিয়েছেন। আমেরিকান জায়ান আহমেদ লেফট ব্যাক হিসেবে বাহরাইনে দুর্দান্ত খেলেছেন। শেখ মোরসালিনের হাতে উঠবে আর্মব্যান্ড। তিনি বলেছেন, "দলের শৃঙ্খলার ব্যাপারে আমি সচেষ্ট। সবাই দেশের জন্য সেরাটাই দেবে।"

 

টিটু সংবাদ মাধ্যমে জানান, "ফুটবলে একজন হেড কোচ থাকা সত্ত্বেও সিনিয়র জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কয়েক দিন অনুশীলন করাচ্ছেন। আমি এটি স্বাভাবিক মনে করি। আমাদের টিম মডেল সামঞ্জস্য রাখতে এক সঙ্গে কাজ করলে সমস্যা হবে না।"

 

বিদেশে রওনা দেওয়ার আগে বাফুফে ভবনে আয়োজন করা হয়েছে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন। মার্কেটিং কমিটির চেয়ারম্যান ব্র্যান্ডিং ও পেশাদারিত্বের কথা বলেছেন, তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হওয়ায় অ-২৩ দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো প্রচারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

 

বাংলাদেশ অ-২৩ দল এবার ভিয়েতনামে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে তৈরি। সাফল্য কেবল প্রস্তুতির ওপর নির্ভর করছে, এবং দলের আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও প্রবাসী ফুটবলারদের মানিয়ে নেওয়ার দক্ষতা সেই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি।