নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:২৭

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:২৮

শেয়ার

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী
হামজা দেওয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ফুটবলের আকাশে নতুন আলো এনে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড বংশোদ্ভুত এই মিডফিল্ডার যখনই দেশের জার্সি গায়ে মাঠে নামেন, তখনই দর্শক ও সমর্থকদের মধ্যে উত্তেজনার ঢেউ বইতে থাকে। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর তার জনপ্রিয়তা আরও ঊর্ধ্বমুখী। মাঠের পারফরম্যান্সই নয়, সামাজিক মাধ্যমেও হামজার প্রভাব দৃঢ়ভাবে ছড়িয়ে গেছে।

 

ফেসবুকের ১০ লাখ অনুসারীর মাইলফলক অতিক্রম করার পর এবার ইনস্টাগ্রামে দেশের প্রথম ফুটবলার হিসেবে ১ মিলিয়ন বা ১০ লাখ অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন হামজা। নিজের ফেসবুক পেজে তিনি কৃতজ্ঞতার সঙ্গে লিখেছেন, “ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”

 

হামজা চৌধুরীর আন্তর্জাতিক জার্সিতে অভিষেক হয়েছিল ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। মাঠজুড়ে তার দাপুটে খেলার ছাপ দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠেই অভিষেক গোল করে তিনি সমর্থকদের উল্লাস কুড়ান। সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়ী হয়।

 

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আরও বড় পরীক্ষা আসে। গ্যালারিতে দর্শকরা টিকিটের জন্য ছুটে বেড়ায়, উত্তেজনা চরমে। যদিও বাংলাদেশ ২-১ গোলে হারে তনুও হামজা এবং প্রবাসী ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন শক্তির ঢেউ বইতে থাকে। সেই ম্যাচে গ্যালারি ছিল সম্পূর্ণ ভরা, প্রতিটি চেয়ারে ভক্তরা উত্তেজনায় বুঁদ।