শিরোনাম

বাহরাইনে অ-২৩ এএফসি বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যুবারা। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ অ-২৩ দল এএফসি টুর্নামেন্টের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বাহরাইনে দুইটি ম্যাচ খেলেছে। শেষ ম্যাচে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। তবে ম্যাচের প্রথমার্ধে ছিল বাংলাদেশের দাপট, ২-১ গোলে এগিয়ে ছিলেন জায়ানরা।
ফিফার টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পাওয়া এই ম্যাচটি ক্লোজড ডোরে অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়নি। তবে নানা সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম। প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ ১-০ গোলে, আর দ্বিতীয় ম্যাচেও দুই গোল দিয়ে চারটি হজম হয়েছে।
ম্যাচ পরবর্তী সময়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, “বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই মাঠে খেলেছে, প্রত্যেকে নিজের দায়িত্বের সুযোগ পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ, আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।”
বাংলাদেশ অ-২৩ দল আগামীকাল বাহরাইন থেকে ঢাকায় ফিরে আসবে। ঢাকায় কয়েক দিনের অনুশীলনের পর ভিয়েতনামে রওনা হবে জায়ানরা। ঢাকা থেকে কিউবা মিচেল এবং ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনামে যোগ দেবেন।
এফসি অ-২৩ টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবারই প্রথম বার এমন গুরুত্ব দিয়েছে। আগে কখনও বিদেশে ক্যাম্পের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি এই দল। এবার বাহরাইনের দুটি ম্যাচ কেবল ফলাফল নয়, বরং তরুণদের মানসিক ও শারীরিক প্রস্তুতির জন্য ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন: