ফোন ধরেনি কিংস কর্তৃপক্ষ, বাফুফেতে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৯:১১

শেয়ার

ফোন ধরেনি কিংস কর্তৃপক্ষ, বাফুফেতে নতুন সিদ্ধান্ত
জরুরি সভায় কিংস ইস্যুতে বাফুফের নতুন সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় দল সেপ্টেম্বর ফিফা উইন্ডো সামনে রেখে নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। তবে এরই মধ্যে প্রস্তুতি শিবিরে দেখা দিয়েছে অচলাবস্থা। বসুন্ধরা কিংস জাতীয় দলে ডাক পাওয়া তাদের ১০ জন খেলোয়াড় ছাড়তে রাজি হয়নি। ফলে বাধ্য হয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার অনুশীলনে মাঠে নামতে হয়েছে মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে।

 

এমন সংকটময় পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি আজ (১৭ আগস্ট) এক জরুরি সভায় বসে। এই কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে সভায় অনুপস্থিত ছিলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। সরাসরি বা অনলাইনে কোনোভাবেই তিনি সভায় অংশ নেননি। ঘন্টাব্যাপী আলোচনার পর কিংসকে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভা শেষে সাংবাদিকরা জাতীয় দল কমিটির চেয়ারম্যানের কাছে মন্তব্য চাইলে তিনি দায়িত্ব দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে। বাবু বলেন, “আমাদের সহকর্মী ইমরুল ভাই বা ক্লাব ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা আজ রাতেই বা আগামীকাল সকালে বসুন্ধরা কিংসকে অনুরোধ করব দেশের ফুটবলের স্বার্থে খেলোয়াড় ছাড়তে। এরপর ৩-৪ দিন পর আবার পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় দল কমিটি বৈঠকে বসবে।”

 

তবে এ সময় আরেকটি প্রশ্ন সামনে আসে যদি কিংস তাদের অনড় অবস্থানেই থাকে, তাহলে কি হবে? এর জবাবে বাবু জানান, “এই ক’দিন আমাদের অনুশীলন চলবে। আমরা আশাবাদী ইতিবাচক কিছু হবে। তবে নেপালের ম্যাচ বাতিলের কোনো প্রশ্নই নেই।”

 

অন্যদিকে বসুন্ধরা কিংস সাধারণ সম্পাদক বাফুফে সাধারণ সম্পাদক বরাবর পাঠানো চিঠিতে জানিয়েছেন, খেলোয়াড়দের প্রাক-মৌসুম প্রস্তুতি ও ইনজুরি ঝুঁকির কথা বিবেচনা করেই তারা জাতীয় দলে ফুটবলার ছাড়ছেন না। এই অবস্থান থেকে তারা সরে আসবেন কিনা, তা এখনো অনিশ্চিত।

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের অন্তত ৭২ ঘণ্টা আগে ক্লাবগুলোকে বাধ্যতামূলকভাবে খেলোয়াড় ছাড়তে হয়। যদিও আজকের সভায় মিডিয়া কমিটির চেয়ারম্যানকে বারবার এ প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কিছু বলেননি। শুধু এটুকুই উল্লেখ করেছেন, অতীতে জাতীয় দল, অনূর্ধ্ব-২৩ কিংবা অনূর্ধ্ব-২০ দলে খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানানোর নজির রয়েছে কিংসের।