নেপাল ম্যাচের জন্য হামজাকে পেতে বাফুফের শেষ চেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:৩৩

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

নেপাল ম্যাচের জন্য হামজাকে পেতে বাফুফের শেষ চেষ্টা
নেপালের বিরুদ্ধে প্রাথমিক স্কোয়াডে হামজা, ম্যাচে খেলা অনিশ্চিত। ছবি: সংগৃহীত।

নেপালের কাঠমান্ডুতে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ক্যাম্পে এবার নেই কানাডা প্রবাসী সামিত সোম। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে দলে পেতে এখনও চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

ফিফার নিয়ম অনুযায়ী, উইন্ডো শুরুর ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তবুও বাফুফে সামিতকে আনছে না, কারণ ৬ ও ১৪ সেপ্টেম্বর তাঁর ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে কানাডিয়ান লিগে। ওই সময়ে বাংলাদেশ খেলবে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, “সামিতের সেপ্টেম্বরে ক্লাব ম্যাচ থাকায় প্রাথমিক তালিকায় রাখা হয়নি।”

 

অন্যদিকে, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে দলে পেতে ফেডারেশন ইতোমধ্যেই ক্লাবকে চিঠি দিয়েছে। যদিও অনেক সময় ফিফা উইন্ডো মহাদেশভেদে আলাদা হয়, যা ক্লাবগুলোর দর-কষাকষির সুযোগ বাড়িয়ে দেয়। তবুও কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজার নাম রয়েছে বলে নিশ্চিত করেছেন ম্যানেজার।

 

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজা ও সামিত দুজনই বাংলাদেশের মূল ভরসা। সেপ্টেম্বরের ম্যাচগুলোতে তারা খেলতে পারলে দলগত বোঝাপড়ায় বাড়তি সুবিধা মিলত। কিন্তু সামিতকে নিয়ে আশাভঙ্গের পর এখন পুরো মনোযোগ হামজার দিকে।

 

জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও এবার বাফুফে খেলোয়াড় তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। আজ মাত্র পাঁচজন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগে থাকা আবাহনীর খেলোয়াড়রা আগামীকাল এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা পরশু যোগ দেবেন। উইন্ডোতে আবাহনী থেকে পাঁচজন ও কিংস থেকে দশজন খেলোয়াড় ডাক পাবেন বলে জানা গেছে।

 

অন্য ক্লাবের মধ্যে আজ মাত্র পাঁচজন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। অধিনায়ক জামাল ভূইয়া এখনও আসেননি, একদিন সময় চেয়েছেন ফেডারেশনের কাছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পূর্ণাঙ্গ স্কোয়াডের জন্য অপেক্ষা না করে মাত্র পাঁচজন নিয়েই ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যানেজার আমের খানের ভাষায়, “অন্য ক্লাবগুলো অনুশীলন শুরু করেনি, তাই কোচ চেয়েছেন খেলোয়াড়রা অন্তত জিম বা ফিটনেস নিয়ে কাজ শুরু করুক।”