জাপানে বিকেএসপির ফুটবলারদের ঐতিহাসিক সফর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৫:৫৯

শেয়ার

জাপানে বিকেএসপির ফুটবলারদের ঐতিহাসিক সফর
জাপানে বিকেএসপির ফুটবলারদের ঐতিহাসিক সফর। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান প্রতিভার আঁতুড়ঘর। এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে। ফুটবলে বিকেএসপির অংশগ্রহণ দীর্ঘদিন ধরে সীমাবদ্ধ ছিল ভারতের সুব্রত কাপে। তবে এবার সেই সীমা ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশ জাপানের একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

জাপানের ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশ নিতে বিকেএসপির অনূর্ধ্ব-১৭ দল দেশ ছেড়েছে আজ দুপুরে। ১৬ জন ফুটবলার ও দুইজন কোচের এই দল আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিনটি ম্যাচ খেলবে। এই সফরকে ঘিরে খেলোয়াড় ও কোচদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

দলের কোচ হাসান আল মাসুদ সফর প্রসঙ্গে বলেন, ‘এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সুযোগ। জাপানে খেলার মাধ্যমে তারা বিশেষ অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করবে।’ এই সফরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিকেএসপিতে জাইকার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া জাপানি কোচ কাই তাগুচি, যিনি এই টুর্নামেন্টের সুযোগ এনে দিয়েছেন।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম জানান, জাপানে ফুটবল দল পাঠানো বেশ ব্যয়বহুল হলেও ফুটবলারদের মানোন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলতে পারলে আমাদের শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে। এই প্রতিযোগিতায় ভালো করলে ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ নেব।’

এই সফর বিকেএসপির ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতের ফুটবলার তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকতে পারে।