সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে ৯ গোল দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৮:৪০

শেয়ার

সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে  ৯ গোল দিয়েছে বাংলাদেশ
গোল উদযাপনে বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। আজ ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে একের পর এক গোল করেছে মেয়েরা।

মোসাম্মৎ সাগরিকার হ্যাটট্রিকের সাথে মুনকি আক্তার করেছেন দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।

সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৮ জনকে আজ শুরুর একাদশে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার। যার প্রভাব শুরু থেকেই টের পেয়েছে শ্রীলঙ্কা। খেলার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন স্বপ্না রানী। সরাসরি ফ্রি–কিক থেকে চমৎকার এক গোল করেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। 

এর তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন আফঈদা খন্দকার। এরপর নিয়মিত বিরতিতে লঙ্কানদের জালে গোল উৎসব করেছে মুনকি-রুপারা।