শতভাগ জয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ২০:৪৪

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ২০:৪৫

শেয়ার

শতভাগ জয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ নারী দল
প্রথমার্ধে এভাবেই বারবার গোল উদযাপন করেছে বাংলাদেশ দল। ছবি: বাফুফে

মিয়ানমারের ইয়াংগুনে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ হলেও যেন শতভাগ জয় নিশ্চিত করার ক্ষুধা একটুও কমেনি বাংলাদেশ নারী ফুটবল দলের। তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই সাত গোল করে ম্যাচ শেষ করে ফেলে শামসুন্নাহার জুনিয়র-ঋতুপর্ণারা। দ্বিতীয়ার্ধে গোল না পেলেও ম্যাচের ফলাফল আর বদলায়নি—জেমস বাটলারের দল ৭-০ ব্যবধানে জিতে শেষ করল উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ ‘সি’ পর্ব।


এই জয়ের মাধ্যমে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করল। আগেই বাহরাইনকে ৭-০ ও মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলা নিশ্চিত করেছিল লাল-সবুজের মেয়েরা।


তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল পেয়েছেন তহুরা খাতুন, স্বপ্না রানী ও মনিকা চাকমা।


প্রথমার্ধেই সাত গোল করে কার্যত ম্যাচ শেষ করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তরুণদের খেলানোর উদ্দেশ্যে কোচ আনেন একাধিক পরিবর্তন। গোলের দেখা না পেলেও সুযোগ ছিল বেশ কিছু। তবু বড় জয়, দারুণ আত্মবিশ্বাস আর পরিসংখ্যান—১৬ গোল দিয়ে মাত্র ১টি হজম—সব মিলিয়ে মঞ্চ এখন প্রস্তুত অস্ট্রেলিয়ায় আগামী বছরের মার্চে অনুষ্ঠিত মূল এশিয়ান কাপের জন্য।