শিরোনাম
.jpg)
আফ্রিকার ফুটবল পরাশক্তি মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কো দলের বিপক্ষে এমন ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদার সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেন তিনি।
প্রীতি ম্যাচ আয়োজন প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, “বাংলাদেশ-মরক্কো ম্যাচ কেবল মাঠের লড়াই নয়, দুই দেশের ক্রীড়াক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারেও তা ভূমিকা রাখবে।” এ ছাড়া আন্তর্জাতিক মানের ফুটবল কাঠামো গড়ে তুলতে মরক্কোর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে মরক্কোর ক্রীড়া মন্ত্রী সাদ বেরাদা বাংলাদেশের শিক্ষা ও যুব উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামো শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে সহায়ক হচ্ছে। মরক্কোও প্রি-স্কুল কার্যক্রমে জোর দিচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি দিয়ে শিক্ষাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করতে চায়।”
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা পরিদর্শন করেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন। সেখানে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম ও ডিরেক্টর হাসান খারবোশ তাকে স্বাগত জানান। উপদেষ্টাকে জানানো হয় মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত নানা কার্যক্রম।
এ সময় বাংলাদেশ থেকে মরক্কোর ফুটবল কাঠামো অনুসরণ করে যৌথ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার প্রস্তাবও দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা রোনাল্ডো-হাকিমিদের বিশ্বকাপ পারফরম্যান্সে মুগ্ধতার কথা জানিয়ে বলেন, “বাংলাদেশেও মরক্কো জাতীয় দলের অনেক অনুরাগী রয়েছে।”
ফুটবল, শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক যুব উন্নয়নে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে—এমন আশায় দুই দেশের প্রতিনিধিরাই আশাবাদ ব্যক্ত করেন। এই সফর থেকে বাংলাদেশ ফুটবলের জন্য একটি টেকসই ভিত্তি গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: