শিরোনাম
.jpg)
টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ডে সাকিবের পাশে এসে দাঁড়ালেন মুস্তাফিজ। দুজনের ঝুলিতেই এখন সমান ১৪৯ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। ইনিংসে তিনটি উইকেট তুলে নেওয়ার পথে ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, আর তাতেই ছুঁয়ে ফেলেন সাকিবের রেকর্ড।
যেখানে সাকিবকে এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে ১২৯ ম্যাচ ও ১২৬ ইনিংস, সেখানে মাত্র ১১৭ ম্যাচে ১১৬ ইনিংস বোলিং করেই সমান সংখ্যক উইকেট তুলে নিলেন মুস্তাফিজ। অর্থাৎ ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই দেশের সেরা অলরাউন্ডারের পাশে নাম লিখিয়ে ফেললেন কাটার মাস্টার।
টি–টোয়েন্টি অভিষেকের পর থেকেই মুস্তাফিজ ছিলেন ভিন্নধর্মী বোলার। ইয়র্কার, স্লোয়ার আর কাটারের নিখুঁত প্রয়োগে বিশ্ব ক্রিকেটে নিজেকে আলাদা করে চেনাতে সময় লাগেনি। এবার পরিসংখ্যানেও তাঁর প্রমাণ মিলল। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে এখন থেকে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব ও মুস্তাফিজ, যৌথভাবে।
আরও পড়ুন: