শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯

শেয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ জাতীয় 'পুরুষ' ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভাগ্যের জোরে পাওয়া সুযোগ কাজে লাগাতে হলে এই ম্যাচেই শক্ত লড়াই দেখাতে হবে লিটন দাসের দলকে। তবে কাজটা সহজ নয়, কারণ গ্রুপপর্বে লঙ্কানদের বিপক্ষেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

 

শ্রীলঙ্কা এখন পর্যন্ত গ্রুপের তিন প্রতিপক্ষের বিপক্ষেই জিতেছে। ফলে ছন্দে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশকে নামতে হচ্ছে বাড়তি চাপে। তাই একাদশ সাজানো নিয়েই চিন্তাভাবনা বেশি। আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামা তানজিদ হাসান ও সাইফ হাসানের জুটি বেশ কার্যকর প্রমাণিত হয়েছিল। ৪০ বলে ৬৩ রানের জুটি এনে দলকে মজবুত ভিত দেয় তারা। সাইফের ব্যাটে আসে ২৮ বলে ৩০ রান। বাঁহাতি–ডানহাতি সমন্বয়ের সঙ্গে সাইফের খণ্ডকালীন স্পিনও দলের জন্য বাড়তি সুবিধা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়েও তাদের রাখা হতে পারে।

 

তিন নম্বরে লিটন দাস, চার নম্বরে তাওহীদ হৃদয় ও পাঁচ নম্বরে শামীম হোসেন, এই ক্রমে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। যদিও হৃদয় এখনও পুরো ছন্দে ফিরতে পারেননি, আফগানিস্তানের বিপক্ষে তাঁর ২০ বলে ২৬ রানের ইনিংস একাদশে তাঁর অবস্থান নিশ্চিত করেছে। তবে বিতর্ক তৈরি হয়েছে জাকের আলী অনিককে ঘিরে। শেষ ম্যাচে শেষ দুই ওভারে চারটি ডট খেলাসহ ১৩ বলে মাত্র ১২ রান করে তিনি হতাশ করেছেন। বিপরীতে নুরুল হাসান ছয় বলে ১২ রান করে অপরাজিত ছিলেন। তাই একাদশ থেকে একজন উইকেটকিপার ব্যাটার বাদ যাওয়ার সম্ভাবনা বেশ প্রবল।

 

বোলিং আক্রমণ নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তান ম্যাচে চার বোলার নিয়ে নামা দলের জন্য শেষ পর্যন্ত সমস্যাই ডেকে আনে। সাইফ ও শামীম মিলে যে চার ওভার বল করেছেন, সেখানে খরচ হয়েছে ৫৫ রান। শ্রীলঙ্কার মতো ব্যাটিং শক্তিশালী দলের বিপক্ষে এমন ঝুঁকি নেওয়ার সম্ভাবনা নেই। তাই বাড়তি একজন বোলার নামতে পারেন একাদশে। এ জায়গায় স্পিনার মেহেদী হাসান মিরাজ বা পেসার তানজিম হাসান যে কেউ সুযোগ পেতে পারেন। তাঁদের অন্তর্ভুক্তি মানে বাদ পড়বেন জাকের বা নুরুলের একজন।

 

স্পিন আক্রমণে থাকছেন আগের ম্যাচের নায়ক নাসুম আহমেদ, সঙ্গে আছেন ফর্মে থাকা লেগস্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে অবশ্যই ফিরবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। গ্রুপপর্বে তাসকিনকে বসিয়ে শরীফুলকে খেলানো হয়েছিল, তবে সেই সিদ্ধান্ত কাজে আসেনি। ফলে আজকের ম্যাচে শরীফুলের বদলে তাসকিনই প্রথম পছন্দ।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।