শিরোনাম
.jpg)
সুপার ফোরে শনিবার লঙ্কানদের বিপক্ষে লড়বে টাইগাররা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নির্ধারিত হয়ে গেছে চার দলের সুপার ফোর। টুর্নামেন্টের ইতিহাসে যারা আগে ফাইনাল খেলেছে কিংবা শিরোপা জিতেছে, সেই দলগুলোই জায়গা করে নিয়েছে শেষ চারে। তবে এবার কোনো সেমিফাইনাল নেই প্রতিটি দল সুপার ফোরে খেলবে তিনটি করে ম্যাচ, অর্থাৎ সবাই খেলবে সবার সঙ্গে।
‘এ’ গ্রুপ থেকে অনুমিতভাবেই উঠে এসেছে ভারত ও পাকিস্তান। ভারতের এখনও একটি ম্যাচ বাকি থাকলেও তাদের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ‘বি’ গ্রুপ ছিল আসলেই টানটান উত্তেজনার, ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত। সেই লড়াই থেকে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে এবং বাংলাদেশ রানারআপ হয়ে জায়গা করে নিয়েছে সুপার ফোরে।
দুবাইয়ে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর। পরদিন একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে আগের ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই এই লড়াই ঘিরে নানা প্রশ্ন উঠছে। এরপর ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা, আর ২৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত নামবে বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশের টানা ম্যাচ রয়েছে সূচিতে। ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। পরদিন (২৬ সেপ্টেম্বর) একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা, আর এর মধ্য দিয়েই শেষ হবে সুপার ফোর পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল লড়বে শিরোপার জন্য।
সব ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
আরও পড়ুন: