“তামিম ভাই নির্বাচিত হলে মনের কথা বলা যাবে”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫২

শেয়ার

“তামিম ভাই নির্বাচিত হলে মনের কথা বলা যাবে”
অভিজ্ঞ টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে জমে উঠেছে আলোচনা-সমালোচনা। অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নাম ঘোষণা করেছেন দেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও লড়াইয়ে থাকছেন বলে নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশি ক্রিকেটারদের কাছে তামিম কেবল একজন সাবেক তারকা নন, বরং নির্ভরতার প্রতীক। জাতীয় দলে কিংবা বিপিএলে খেলা ক্রিকেটাররা তাঁকে এখনো মনে করেন ‘প্রিয় বড় ভাই’। খেলার ভেতর-বাইরে নানা বিষয়ে তাঁর পরামর্শ নিতে ছুটে যান অনেকে। তাইজুল ইসলাম যেমন বিশ্বাস করেন, ক্রিকেট বোর্ড পরিচালনায়ও তামিম হবেন খেলোয়াড়দের কণ্ঠস্বর।

 

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তাইজুল বলেন, “আমরা যারা এখন খেলছি, তামিম ভাই আধুনিক ক্রিকেটের সঙ্গে অনেক ভালোভাবে মানিয়ে নিতে পারেন। বিপিএলে তাঁকে যেভাবে প্লেয়ার ম্যানেজমেন্ট করতে দেখেছি, বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, এসবই বড় ইতিবাচক দিক। খেলোয়াড় হিসেবে তাঁর ম্যান ম্যানেজমেন্ট দুর্দান্ত।”

 

তাইজুল আরও যোগ করেন, “তামিম ভাই থাকলে আমরা মনের কথা খুলে বলতে পারব। তিনি তো কিছুদিন আগেও আমাদের সঙ্গে মাঠে ছিলেন। জাতীয় দলে, বিপিএলে খেলেছেন। ফলে এখন ক্রিকেটে কী কী দরকার, সেটা তিনি ভালোভাবেই জানেন। খেলোয়াড়দের উন্নতির জন্য কীভাবে সুবিধা তৈরি করতে হবে, সে ধারণাও তাঁর স্পষ্ট।”

 

ইতোমধ্যেই নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেছে বিসিবি। আগামী ৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিন সদস্যের কমিশন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

 

তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২১ সেপ্টেম্বর বিকেলেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ২২ ও ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, আর ২৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের তালিকা। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা চাইলে সরে দাঁড়াতে পারবেন। একই দিনে পোস্টাল ও ই-ব্যালট বিতরণ করা হবে। ৪ অক্টোবর ভোট গ্রহণ ও প্রাথমিক ফল ঘোষণা হবে, আর ৫ অক্টোবর জানা যাবে চূড়ান্ত ফলাফল।

 

এবারের নির্বাচনে মোট তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন। বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্লাব প্রতিনিধিদের মাধ্যমে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও প্রতিষ্ঠান প্রতিনিধি থেকে একজন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক থাকবেন দুইজন। সবমিলিয়ে ২৫ পরিচালকই নির্ধারণ করবেন বিসিবির পরবর্তী সভাপতি। তবে এবারের নির্বাচনে অংশ নেবেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম