শিরোনাম
.jpg)
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তানজিদ-তানজিম-জাকেরদের উন্নতি। ছবি: সংগৃহীত।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখালেন তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে গড়লেন ৪০ বলে ৬৩ রানের জুটি, আর নিজের ব্যাট থেকে এল চারটি চার ও তিনটি ছক্কায় ৩১ বলে দারুণ এক ইনিংস, ৫২ রান। এই ইনিংসেই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তিনি। পুরস্কারও মিলল হাতেনাতে। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৫ নম্বরে, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
তবে এশিয়া কাপে শুরুর দুই ম্যাচে এমন ছন্দ ছিল না বাঁহাতি ওপেনারের। হংকংয়ের বিপক্ষে করেছিলেন ১৮ বলে ১৪, এরপর শ্রীলঙ্কার সঙ্গে রানের খাতা খোলার আগেই ফিরতে হয়। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে খেললেন ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি, আর সেটিই তাঁকে র্যাঙ্কিংয়ে এনে দিল বড় লাফ।
শুধু তানজিদ নন, উন্নতি করেছেন জাকের আলী অনিকও। হংকংয়ের বিপক্ষে শূন্য রানে অপরাজিত থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিনি। অপরাজিত ৪১ রানের সেই ইনিংসে শামীম হোসেনের সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি। আফগানদের বিপক্ষেও খেলেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ১৩ বলে ১২ রানের ইনিংস। সব মিলিয়ে তিনি এগিয়েছেন তিন ধাপ, এখন অবস্থান ৫৭ নম্বরে, সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গেই।
অন্যদিকে অবনতি হয়েছে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। লিটন হংকংয়ের সঙ্গে করেছিলেন ৫৯, কিন্তু এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে মাত্র ৯ রান যোগ করেন। তাতেই এক ধাপ পিছিয়ে এখন তিনি ৪২ নম্বরে। পারভেজ ইমন শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফেরার পর শেষ ম্যাচে একাদশেই ছিলেন না। যার ফলে ৮ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে নেমে গেছেন তিনি।
বোলারদের মধ্যে একমাত্র অগ্রগতি তানজিম হাসান সাকিবের। হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট আর শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ১ উইকেট এনে দিয়েছে তাঁকে পাঁচ ধাপ উন্নতি, এখন তিনি ৪২ নম্বরে। রিশাদ হোসেন আগের মতোই আছেন ২৪-এ।
তবে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেও প্রত্যাশা জাগাতে পারেননি শরিফুল। তাসকিনও খুঁজে ফিরছেন নিজের ছন্দ, ফলে তিনি পাঁচ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে। মুস্তাফিজ আফগানদের বিপক্ষে তিন উইকেট নিলেও র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে গেছেন। বর্তমানে তিনি ১৫তম স্থানে, যদিও বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও তিনিই শীর্ষে।
আরও পড়ুন: