“আমাদের বোলিং লাইন-আপ বিশ্বমানের”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৩৪

শেয়ার

“আমাদের বোলিং লাইন-আপ বিশ্বমানের”
টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ। মাত্র ৮ রানের জয় তুলে নিয়ে লড়াইয়ে টিকে রইল টাইগাররা। ম্যাচে ব্যাট হাতে দারুণ এক ফিফটি খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে জয়ের আসল নায়ক ছিলেন বোলাররা, এমনটিই মনে করেন তামিম নিজে।

 

প্রথম ইনিংসে তামিমের ঝোড়ো ব্যাটে গড়া ভিত্তির পর বাকি কাজটা সেরেছেন নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। মুস্তাফিজ তুলে নেন তিন উইকেট, আর একাদশে ফিরেই ঝলক দেখান নাসুম। তাসকিন ও রিশাদও ছিলেন কার্যকর। যদিও একজন বিশেষজ্ঞ বোলার কম নিয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। তাই সাইফ হাসান ও শামীম হোসেনকেও বল হাতে দায়িত্ব নিতে হয়, কিন্তু তারা বেশ খরুচে হয়ে যান।

 

তবুও তামিম সংবাদ সম্মেলনে তাদের ওপর আস্থা প্রকাশ করেন, "ক্যাপ্টেন ও ম্যানেজমেন্টই এ ব্যাপারে ভালো বলতে পারবে। তবে আমি মনে করি, আগের ম্যাচগুলোতে তারা ভালোই বল করেছে। আজকে হয়নি, কিন্তু পরের ম্যাচে ইনশাআল্লাহ করবে।"

 

সবচেয়ে বেশি কৃতিত্ব অবশ্য দিলেন বোলারদের, "অবশ্যই, আমাদের বোলিং লাইনআপ বিশ্বমানের। টি-টোয়েন্টিতে সবাই অভিজ্ঞ। যে রান তুলেছি, বিশ্বাস ছিল বোলাররা ডিফেন্ড করবে। তাই জয়টা ওদেরই প্রাপ্য।"

 

তবে ম্যাচ শেষে তামিমের মুখে শোনা গেল সতর্কতার সুরও। কারণ এই জয়ে সেমিফাইনাল নয়, বরং সুপার ফোর নিশ্চিত করতেও এখনো বাকি। অবশ্য তানজিদ এ ব্যাপারে বলেন, "খেলা তো মাত্রই শেষ হলো, সমীকরণ সম্পর্কে আমার কিছু জানা নেই,"