শিরোনাম
.jpg)
টাইগার অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত।
আবুধাবির রোমাঞ্চকর এক জয়ে এশিয়া কাপ ২০২৫ এর স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ ‘বি’র লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অধিনায়ক লিটন দাস।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। মাঝে অবশ্য আজমাতুল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) আর অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দলটি।
গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠেন মুস্তাফিজুর রহমান (৩/২৮) ও তাসকিন আহমেদ (২/৩৪)। শুরু ও মাঝের ওভারগুলোতে আফগান ব্যাটারদের সুযোগই দেননি স্পিনার নাসুম আহমেদ (২/১১) ও লেগস্পিনার রিশাদ হোসেন (২/১৮)।
এর আগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বলে তার ঝলমলে ৫২ রানের ইনিংসের ওপর ভর করে শুরুটা দারুণ করে বাংলাদেশ। সাইফ হাসান যোগ করেন ৩০ রান, হৃদয় খেলেন ২৬ রানের কার্যকর ইনিংস। আর শেষ দিকে জাকের আলি (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট্ট ঝলক দেখিয়ে স্কোর দাঁড় করান ১৫৪/৫।
তবু লিটন ম্যাচ শেষে স্বীকার করেছেন, ব্যাটিংটা আরও ভালো হতে পারত। তিনি বলেন, “জেতাটা অবশ্যই স্বস্তির, তবে শেষ চার-পাঁচ ওভারে আমরা যেভাবে ব্যাট করেছি, তাতে মনে হয়েছে ১৫–২০ রান কম হয়েছে। তবে বোলাররা, বিশেষ করে নাসুম আর রিশাদ, দারুণ করেছে। তানজিদও অসাধারণ ব্যাট করেছে, ওপেনিং পার্টনারশিপটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।”
আরও পড়ুন: