শিরোনাম
.jpg)
টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫৪ রানের সংগ্রহ তোলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ৩১ বলে ৫২ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক আসেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।
আবুধাবির এই উইকেটে রান তোলা একটু কঠিন। সেই প্রসঙ্গ টেনেই তানজিদের কাছে জানতে চাওয়া হয় এ ধরণের উইকেটে যেখানে ব্যাটে সহজে বল আসে না সেখানে তার মানসিকতা কিরকম থাকে। তানজিদের সরল জবাব, “আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, কারণ প্রথম পাওয়ারপ্লে-তে টি-টোয়েন্টিতে একটু রিস্ক নিতে হবে। তাই আমি যতটুকু পারি, আমার জোনে যতটুকু আসে আমি বাউন্ডারির জন্য খেলি।”
আফগানিস্তানের স্পিনারদের মোকাবেলা করতে বাড়তি কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা জানতে চাইলে তানজিদ তামিম বলেন, “ না এরকম কিছুই ছিল না। দেখুন আমরা যদি নাম দেখে খেলি তাহলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে। আমরা শুধু বল দেখে বুঝে খেলার চেষ্টা করেছি, একারণেই কাজটা সহজ হয়েছে আমাদের জন্য।”
নাসুম আহমেদের একাদশে থাকা এবং পারফরম্যান্স তানজিদ তামিম বলেন, ”নাসুম ভাই কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজেও একাদশে সুযোগ পেয়েই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে, আজকেও সেটাই হয়েছে। এটা কিন্তু কিন্তু একটা দারুণ ব্যাপার। নাসুম ভাই সুযোগ পেলেই নিজের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করেন। এবং আজকে প্রথমে এসেই যেভাবে তিনি বল করেছেন তখনই কিন্তু ম্যাচটা আমাদের দিকে চলে এসেছে, তার ওই স্পেলেই আমাদের জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে”
আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় এশিয়া কাপের গ্রুপ অব ডেথে থাকা বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে এখন অপেক্ষা করতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে এসব সমীকরণ নিয়ে তানজিদ তামিম হেসে বলেন, “মাত্র তো ম্যাচ শেষ হল, এখনও কোনো সমীকরণের কিছুই জানিনা।”
আরও পড়ুন: