ইংল্যান্ড সিরিজ সমতায় শেষ করল টাইগার যুবারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১০

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১১

শেয়ার

ইংল্যান্ড সিরিজ সমতায় শেষ করল টাইগার যুবারা
১-১ সমতায় ইংল্যান্ড সিরিজ শেষ করেছে টাইগার যুবারা। ছবি: সংগৃহীত।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়াল দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু পুরো সফরে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াল প্রকৃতি। বৃষ্টির ধারা থামেনি, আর সেটাই শেষ পর্যন্ত সিরিজের রঙ মুছে দিয়েছে। তবুও দুই দলের লড়াই জমেছিল যখনই মাঠে খেলা গড়িয়েছে। শেষতক সিরিজের ফলাফল, সমতা, ১-১।

 

শুরুটা ছিল রঙিন। প্রথম ম্যাচেই ৮৭ রানের বিশাল জয় তুলে নিয়েছিল জুনিয়র টাইগাররা। মনে হচ্ছিল সিরিজটা হবে বাংলাদেশের দাপটে রাঙানো। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন। বৃষ্টির কারণে ম্যাচ ছোট হয়ে যায়, আর সেই সুযোগে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরিয়ে আনে সমতা।

 

এরপর আর মূল চরিত্র ক্রিকেট নয়, আসর জমালেন বৃষ্টি। তৃতীয় ম্যাচ ২৩ ওভারে নামলেও শেষমেশ হয়নি কোনো ফলাফল। চতুর্থ ম্যাচেও একপেশে চিত্র, ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ আর নামতেই পারেনি উইকেটে। ম্যাচ পরিত্যক্ত।

 

সবচেয়ে হতাশার পরিণতি এলো শেষ ম্যাচে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক ফোঁটা বলও মাঠে গড়াল না। আকাশভরা মেঘ আর অবিরাম বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হলো। ফলে প্রতীক্ষিত ফয়সালা আর হলো না।

 

পাঁচ ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু জয়-পরাজয়ের হিসেব মাত্র দুটিতে। বাকি তিনটিই গিলে খেল প্রকৃতি। ফলাফল, বৃষ্টির ছোঁয়ায় রঙ হারানো সিরিজ, শেষ হলো ১-১ সমতায়।