উদ্বোধনী ম্যাচে ২৭ বলেই জয়ের বন্দরে ঢাকা মেট্রো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৮

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২২

শেয়ার

উদ্বোধনী ম্যাচে ২৭ বলেই জয়ের বন্দরে ঢাকা মেট্রো
ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরার পুসস্কার হাতে রবিন। ছবি: সংগৃহীত।

বৃষ্টিতে ভেসে গেল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দিন। বগুড়ায় টসও সম্ভব হয়নি, আর রাজশাহীতে ম্যাচটি গড়াল কার্টেল ওভারে। সেখানে স্থানীয় সমর্থকদের হতাশ করে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ ওভারের এই লড়াইয়ে স্বাগতিক রাজশাহীকে তারা হারায় ৭ উইকেটে।

 

সকাল থেকে টানা বৃষ্টিতে অনিশ্চয়তায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত দুই দলকে ৫ ওভারে সীমিত করে মাঠে নামান ম্যাচ অফিসিয়ালরা। টসে জিতে ফিল্ডিং নেয় ঢাকা মেট্রো।

 

ব্যাট হাতে শুরুটা ভয়াবহ ছিল রাজশাহীর। মাত্র ১৪ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরলেন সাজঘরে, হাবিবুর রহমান সোহান (২), সাব্বির হোসেন (৪) ও নাজমুল হোসেন শান্ত (০)। তবে বিপর্যয়ের পর হাল ধরেন সাব্বির রহমান ও মেহেরব হোসেন। দুজনের জুটিতে আর উইকেট না হারিয়ে নির্ধারিত ওভার শেষ করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সাব্বির ১৫ বলে ৩৩* এবং মেহেরব ৯ বলে ১৫* রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ ২ ও আবু হায়দার রনি ১ উইকেট নেন।

 

৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দৃঢ় ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। এক প্রান্ত আগলে রেখে ১২ বলে অপরাজিত ৩০ রান করেন এই ব্যাটার, যা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। অন্যদিকে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নাঈম শেখ (৭), মাহমুদউল্লাহ (৬) ও আবু হায়দার (৮) রান করে আউট হন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম ২ এবং আসাদুজ্জামান পায়েল ১ উইকেট শিকার করেন।