শিরোনাম

দারুণ এক অর্ধশতক খেলার পথে পাথুম নিসাঙ্কা। ছবি: সংগৃহীত।
‘এশিয়া কাপ জয়ের মিশনে’ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের বেধড়ক পিটিয়ে ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের গ্রুপ অফ ডেথ-এ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে রানরেটের সমীকরণে অনেকটাই পিছিয়ে পড়ল বাংলাদেশ। এখন সুপার ফোরের লড়াইয়ে আফগানদের বড় ব্যবধানে হারাতে না পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লিটন দাসের দলকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে যেরকম মনোভাব নিয়ে খেলা উচিত তার ছিটেফোঁটাও এদিন দেখা যায়নি টাইগারদের খেলায়। বাজে ব্যাটিংয়ের পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে যখন ১৩ রান, তখন কুশল মেন্ডিসকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে মুস্তাফিজুর একটা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন।
পঞ্চম ওভারে শরীফুল ইসলাম আউটের সুযোগ সৃষ্টি করলে মিড-অনে কামিল মিশারার সহজ ক্যাচ ছেড়ে দেন শেখ মাহেদী হাসান। সেখানেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়। ‘জীবন’ পেয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন মিশারা। পাথুম নিসাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান তুলে টাইগারদের ম্যাচ থেকে ছিটকে দেন মিশারা।
ব্যাক্তিগত অর্ধশতক ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন পাথুম নিসাঙ্কা। শেখ মাহেদীর বলে আউট হওয়ার আগে ৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৩৪ বলে ৫০ রান করেন নিসাঙ্কা।
জয়ের দ্বারপ্রান্তে এসে আরো দুটি উইকেট হারায় শ্রীলংকা। ৯ বলে ৯ রান করে শেখ মাহেদীর বলে এলবিডব্লিউ হন কুশল পেরেরা। দাসুন শানাকাকে ১ রানে ফেরান তানজিম হাসান সাকিব।
৪ উইকেট হারিয়েও রানের গতি কমেনি শ্রীলঙ্কার। ক্যাপ্টেন চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৩২ বলে অপরাজিত ৪৬ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ২ রানে ‘জীবন’ পাওয়া কামিল মিশারা। ম্যাচসেরার পুরস্কারটাও জুটেছে তার ভাগ্যে।
এদিন টাইগারদের খেলায় ‘এশিয়া কাপ জয়ের মিশনে’ নামার কোনো চিহ্ন দেখা যায়নি। শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’র কাছ থেকে। যেই গ্রুপে রানরেটে এগিয়ে না থাকলে সুপার ফোরে যাওয়া মুশকিল সেখানে বাংলাদেশ মাপা বোলিং এবং চটপটে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের চেপে ধরতে পারত। কিন্তু ঘটেছে তার উল্টো। এতে মাত্র ১৪ ওভার ২ বলেই ম্যাচ জিতে রানরেটে টাইগারদের অনেকটাই পিছিয়ে দিল শ্রীলঙ্কা।
এখন সুপার ফোরে উঠতে হলে টাইগারদের শুধু আফগানদের হারালেই হবে না। আশা করতে হবে যেন শ্রীলঙ্কার সাথেও হারে তারকায় ঠাসা দারুণ ফর্মে থাকা রশিদ খানের দল।
আরও পড়ুন: