শিরোনাম

জাকের আলী-শামিম পাটোয়ারীর জুটিতে মানবাঁচানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
‘পুরনো রুপে ফিরল বাংলাদেশ’ না বলে নতুনভাবে ব্যাটিং দৈন্যতার প্রদর্শনী দেখালো বাংলাদেশ বলাই সমিচীন হবে। এশিয়া কাপে ‘নাগিন ডার্বি’তে শ্রীলংকার সঙ্গে টসে হেরে আগে ব্যাটিং করে ধুঁকতে ধুঁকতে রান তোলে বাংলাদেশ। সুপার ফোরে ওঠার সমীকরণ মেলাতে এই স্বল্প পুঁজি নিয়ে বোলারদের এখন করতে হবে অসম এক লড়াই।
আগে ব্যাটিং করে ‘পাওয়ার হিটিং’ এর প্রদর্শনীতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলবে টাইগার ব্যাটাররা এটা দেখার আশায় যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য টাইগার ব্যাটাররা ইনিংসের প্রথম ছক্কা উপহার দিয়েছেন ১৯তম ওভারে। বাংলাদেশের পুরো ইনিংসে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসা ওই একটাই ছক্কা!
দুই ওপেনার হাতে হাত মিলিয়ে ডাক মেরে বিদায় হয়েছেন। প্রথম ওভারে পাঁচ ওভার ডট দিয়ে দারুণ এক আউটসুইংয়ে তানজিদ তামিমের অফস্টাম্প উপড়ে দেন লঙ্কান পেসার নুয়ান থুসারা। পরের ওভারে দুশমন্থ চামিরার গতিময় স্যুইংয়ে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন।
দুই ওভারে দুটি মেডেন দিয়ে বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়ে প্রথমেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলংকা। এরপর ক্যাপ্টেন লিটন দাস তাওহীদ হৃদয়কে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৮ রান করে রান আউট হন তাওহীদ হৃদয়। তিন রান নেওয়ার চেষ্টায় হৃদয় বুঝতেই পারেননি বাউন্ডারি লাইন থেকে কামিল মিশারার সরাসরি থ্রো এসে স্টাম্পে লাগতে পারে। তাই তো ডাইভ দিয়ে মাথা নিচু করে ছিলেন তাওহীদ হৃদয়। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।
দুদুবার করে জীবন পেয়েও লিটন দাস হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ জাতীয়(!) শট খেলতে গিয়ে কিপার কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন। রিভিউ নিলে দেখা যায় গ্লাভসের একদম শেষদিকে বল আলতো করে ছুঁয়ে যায়। ২৬ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তার আগে নিজের প্রথম ওভারে শেখ মাহেদীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসারাঙ্গা।
৫৩ রানে ৫ উইকেট হারিয়ে টাইগারদের ডুবন্ত সাবমেরিন টেনে তোলেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। শ্রীলঙ্কান পেসারদের একের পর এক ইয়র্কার আর হাসারাঙ্গার টাইট বোলিংয়ে দ্রুত রান না তুলতে পারলেও উইকেট ছাড়েননি শামীম ও জাকের। জাকের ৩৪ বলে ২ চারে ৪১ রানে অপরাজিত থাকেন আর শামীম পাটোয়ারী অপরাজিত থাকেন ৪২ রানে। ৩৪ বলে খেলে শামীমের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। এই দুই ব্যাটারের অপরাজিত ৮৬ রানের জুটিতে ১৩৯ রানের মানবাঁচানো সংগ্রহ পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্গা দুটি এবং থুসারা ও চামিরা ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: