টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকের দুয়ারে তাসকিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫০

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৩

শেয়ার

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলকের দুয়ারে তাসকিন
টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গতির তারকা তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরেকটি মাইলফলকের দুয়ারে দাঁড়িয়ে আছেন। মাত্র চারটি উইকেট পেলেই তিনি প্রবেশ করবেন অভিজাত ‘১০০ উইকেট ক্লাবে’। এর আগে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

 

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। রাত সাড়ে আটটায় শুরু হওয়া এই ম্যাচই তাসকিনের সামনে বড় সুযোগ হয়ে আসতে পারে শততম উইকেটের স্বাদ নেওয়ার।

 

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৪৯টি উইকেট। দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান, ১১৪ ম্যাচে যার শিকার ১৩৯টি। তাসকিন এখন পর্যন্ত ৭৯ ম্যাচ খেলে শিকার করেছেন ৯৬টি উইকেট।

 

২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ২৪ রানে তুলে নিয়েছিলেন একটি উইকেট। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশ বোলিং আক্রমণের অন্যতম ভরসা। তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৪/১৬, যা এসেছে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ২ ওভারে।

 

এখন পর্যন্ত তাসকিনের বোলিং গড় ২১.৮৭ এবং ইকোনমি রেট ৭.৫৯। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে নজর থাকবে তার বল হাতের সাফল্যের দিকে। শত উইকেট পূর্ণ হলে সাকিব ও মুস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন তিনি।