হঠাৎ বিসিবি’র জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৯

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৩

শেয়ার

হঠাৎ বিসিবি’র জরুরি বৈঠক
ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ দল যখন আরব আমিরাতে, তখন দেশের ক্রিকেটের আরেকটি বড় আয়োজন সামনে রেখে সরগরম হচ্ছে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে টাইগাররা, আর একই দিনে দুপুর দুইটা থেকে বোর্ডরুমে বসবে বিসিবির পরিচালকদের গুরুত্বপূর্ণ বৈঠক।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে আসন্ন বিসিবি নির্বাচন। ইতোমধ্যে বোর্ড নির্বাচনের প্রস্তুতি নিতে তিন সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করেছে বিসিবি। সংবিধান অনুযায়ী যাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে—

 

প্রধান নির্বাচন কমিশনার: অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন (সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

 

নির্বাচন কমিশনার: মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম (অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও প্রধান, সিআইডি)

 

নির্বাচন কমিশনার: জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)

 

গেল ১ সেপ্টেম্বরের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে অনুযায়ী চার বছরের মাথায় আবারও গঠনতন্ত্র মেনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে তত্ত্বাবধান করবে কমিশনের এই তিন সদস্য।