শিরোনাম

এশিয়া কাপ মিশনে আজ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে সহজ প্রতিপক্ষ হংকংকে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আজ থেকেই শুরু হতে যাচ্ছে আসল পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন দাসের দল। ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়, বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কি না।
বোলিং আক্রমণে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে ব্যাটিং লাইনআপে হতে পারে একটি বদল। সমালোচনার মুখে থাকা তাওহীদ হৃদয়ের পরিবর্তে সুযোগ পেতে পারেন সাইফ হাসান। হংকংয়ের বিপক্ষে হৃদয়ের ধীরগতির ইনিংস (৩৬ বলে ৩৫ রান) আবারও প্রশ্ন তুলেছে তাঁর টি–টোয়েন্টি উপযোগিতা নিয়ে। নিজেও স্বীকার করেছেন কিছুটা কঠিন সময় পার করছেন তিনি, যদিও আশা করছেন দ্রুতই পুরোনো ছন্দ ফিরে পাবেন। অন্যদিকে, সাম্প্রতিক নেদারল্যান্ডস সিরিজে সাইফ দেখিয়েছেন ব্যাট–বল হাতে তাঁর কার্যকারিতা। ফলে লঙ্কানদের বিপক্ষে একাদশে তাঁকে দেখা অস্বাভাবিক কিছু হবে না।
পরিসংখ্যান বলছে, গত দশ বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি–টোয়েন্টিতে সমানতালে লড়েছে। ১৬ ম্যাচে দুই দলই জিতেছে সমান ৮টি করে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এমনকি ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়ে এসেছিল বাংলাদেশ। ওই সব ম্যাচে লঙ্কান ব্যাটসম্যানদের চাপে ফেলতে বিশেষ ভূমিকা রেখেছেন টাইগার বোলাররা।
সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশ বোলিং দাপট ধরে রাখতে পারলে আবারও জয়ের হাসি হাসতে পারে, তবে শর্ত একটাই, ব্যাটিং লাইনআপে স্থিরতা চাই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান/তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: