শিরোনাম

ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ক্রিকেটবিশ্বও এই লড়াইকে দেখছে এক প্রকার নক-আউট ম্যাচ হিসেবে। সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফরের চোখে, দুই দলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচটিকে দিয়েছে বাড়তি রঙ।
ক্রিকইনফোতে নিজের বিশ্লেষণে জাফর বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই বরাবরই জমজমাট হয়। অনেক ক্লোজ ম্যাচ হয়েছে, আবেগ প্রকাশিত হয়েছে। এমনকি নাগিন ডান্সও আমরা দেখেছি।”
তার মতে, শনিবারের (১৩ সেপ্টেম্বর) ম্যাচের ফলাফলই মূলত ঠিক করে দেবে সুপার ফোরে কে এগিয়ে থাকবে। তিনি বলেন, “বাংলাদেশ যদি জেতে, ধরে নিতে পারেন তারা সুপার ফোরে। কিন্তু শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের পথ কঠিন হয়ে যাবে।”
জাফরের দৃষ্টিতে, ম্যাচের আগে বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে। কারণ শ্রীলঙ্কা এখনো মাঠে নামেনি, কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর সুযোগও পায়নি। তিনি বলেন, “বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে। বোলাররা এই কন্ডিশনে বোলিং করেছে, ব্যাটাররাও ব্যাট করেছে। জয়ও পেয়েছে। ফলে তাদের আত্মবিশ্বাস বেশি। শ্রীলঙ্কা তুলনামূলক অপরিপক্ক।”
গরম আবহাওয়ার প্রসঙ্গ টেনে জাফর মনে করেন, সেটিও বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা আনতে পারে। জাফর বলেন, “এখানে ভীষণ গরম। বাংলাদেশের খেলোয়াড়রা ইতোমধ্যেই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। তাই আমি বাংলাদেশকেই এগিয়ে রাখব।”
তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে না নেওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। এশিয়া কাপে এখন পর্যন্ত স্পিনাররা ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছেন। তিনি বলেন, “শ্রীলঙ্কার হাসারাঙ্গা বড় অস্ত্র। বাংলাদেশেরও নাসুম আছে। চামিরার মতো ফাস্ট বোলাররা যদি শুরুতে উইকেট নিতে পারে, তাহলে বাংলাদেশ চাপের মুখে পড়তে পারে।”
ওয়াসিম জাফরের বিশ্লেষণ স্পষ্ট করে দেয়, প্রস্তুতিতে এগিয়ে বাংলাদেশ, কিন্তু শ্রীলঙ্কার অস্ত্রও কম নয়। হাসারাঙ্গার স্পিন ও ব্যাটারদের পারফরম্যান্স যদি কাজে আসে, ম্যাচের পাল্লা যেকোনো দিকেই হেলে যেতে পারে।
আরও পড়ুন: