শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসী তানজিম সাকিবরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৪

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৬

শেয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসী তানজিম সাকিবরা
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিব। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন বাড়তি রোমাঞ্চ। ২০১৮ নিদাহাস ট্রফির নাগিন ডান্স থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের টাইমআউট বিতর্ক, প্রতিটি ঘটনাই এই লড়াইকে দিয়েছে অন্য মাত্রা। তাই দুই দলের দ্বৈরথে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

 

এবারের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আবুধাবাদে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই, জেতা। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আগেও জিতেছি। সেটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে। মাঠে নামব জয়ের মানসিকতা নিয়েই। যেখানেই খেলি না কেন, বাংলাদেশের সমর্থকরা পাশে থাকে। তাদের সাপোর্ট আমাদের বাড়তি প্রেরণা।”

 

লঙ্কানদের শক্তি–দুর্বলতা নিয়েও সচেতন তানজিম, “এশিয়া কাপের আগে তিন ফরম্যাটেই আমরা তাদের মুখোমুখি হয়েছি। জানি, ওদের দলে ভালো কিছু ক্রিকেটার আছে। তাদের আটকাতে হবে আমাদের।”

 

আবুধাবির উইকেট নিয়ে তরুণ পেসারের অভিজ্ঞতা ইতিবাচক, “এখানকার পিচ দারুণ। নতুন বলে বল স্কিড করছিল, প্রথম স্পেল খুব উপভোগ করেছি। যদিও দ্বিতীয় স্পেলে কিছুটা কঠিন ছিল। তবে সামগ্রিকভাবে বোলিংয়ের মজা পেয়েছি।”

 

নিজের আগ্রাসী বোলিং অ্যাটিটিউডের প্রসঙ্গ এলে তানজিম খোলাখুলি জানালেন প্রিয় বোলারের নাম:

“ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখে বড় হয়েছি। অ্যাগ্রেশনটা ন্যাচারালভাবেই চলে আসে। এটা জোর করে আনা নয়। যেমন ফিজ ভাই স্বভাবত শান্ত, আমি একটু আলাদা।”

 

হংকংয়ের বিপক্ষে শামীম হোসেনকে বোলিং না করানো নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা ছিল ৩ সিমার আর ২ স্পিনার নিয়েই এগোনো। সবাই ভালো করেছে। ক্যাপ্টেন হয়তো শামীমকে প্রয়োজন মনে করেননি। সামনে যখন লাগবে, ওকে ব্যবহার করা হবে।”

 

ম্যাচের দুই দিন আগে সংবাদ সম্মেলন করা নিয়েও পরিষ্কার ব্যাখ্যা দিলেন তিনি, “এখানকার গরম খুব কষ্টদায়ক। কাল যেন বিশ্রামে থাকতে পারি, তাই আজকেই মিডিয়াতে আসা হয়েছে। সিদ্ধান্তটা খুব ভালো।”

 

তানজিমের চোখে লঙ্কানদের বিপক্ষে আগের সিরিজ জয়ের অভিজ্ঞতা অবশ্যই বাড়তি সুবিধা, তবে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, “হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা ভারত-পাকিস্তান সব দলের বিপক্ষেই জেতা জরুরি। তবে আগে জেতা থাকলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”

 

নিজের প্রস্তুতি প্রসঙ্গে সাকিবের সহজ ব্যাখ্যা, “পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় প্রসেস মেনে চলার চেষ্টা করি। ফ্যানদের উচ্ছ্বাস থাকতেই পারে, কিন্তু আমার কাজ হলো লাইন–লেংথ মেইনটেইন করা।”

 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ (১৩ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। আগের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসকে পুঁজি করে তানজিমরা এবারও জয় ছিনিয়ে আনার লক্ষ্যেই নামবে টাইগার বাহিনী।