বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং করা হল না টাইগার যুবাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২২

শেয়ার

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং করা হল না টাইগার যুবাদের
বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় ব্যাটিং করা হয়নি টাইগার যুবাদের। ছবি: সংগৃহীত।

কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। তবে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। নির্ধারিত ওভার শেষে স্বাগতিকরা তুলে তোলে ৫ উইকেটে ২৭৯ রান। কিন্তু বাংলাদেশ যুবাদের আর মাঠে নামা হয়নি, বৃষ্টির কারণেই ম্যাচটি ফলাফল ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

ইংল্যান্ডের ইনিংসটা সাজান তাদের দুই ওপেনার জ্যাক হোপ-বেল ও ইসাক মোহাম্মদ। দুজন মিলে এনে দেন ৫৫ বলে ৬৪ রানের জুটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম নিজের স্পিন জাদুতে ভাঙেন এই জুটি, স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান ইসাককে (১৭)। এরপর লেগস্পিনার স্বাধীন ইসলামের ঘূর্ণিতে বিদায় নেন হোপ-বেল, ৭৩ রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড।

 

উইকেট হারালেও নিয়মিত জুটি গড়ে এগোয় স্বাগতিকরা। সামিউন বাসির রাতুল ফেরান উইল বেনিসনকে (২৩), কিন্তু থমাস রিউ তখন ধীরে ধীরে ইনিংস বড় করতে থাকেন। জ্যাক নেলসন (২৮) ও পরে রালফি আলবার্টকে (৫২) সঙ্গে নিয়ে গড়েন দুটি গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমে যান রিউ। মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে অপরাজিত থাকেন ৮৬ বলে ৯৩ রানে, যেখানে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।

 

শেষ দিকে আলবার্টকেও ফেরান ফাহাদ। তবে ততক্ষণে স্কোরবোর্ডে ভর করেছে ২৭৯ রান। ইনিংস শেষে আবার নেমে আসে বৃষ্টি। আর সেই বৃষ্টি আর কাটেনি। ফলে মাঠে নামতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, পরিত্যক্ত হয় ম্যাচ।

 

চার ম্যাচ শেষে এখনো ১–১ সমতায় সিরিজ। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ইংল্যান্ড। এরপর টানা দুই ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।