শিরোনাম

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটিতে পরিবর্তন এসেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জায়গায়। তাঁর পরিবর্তে সদস্য করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
তবে সিদ্ধান্তে মন খারাপ হয়নি আশরাফুলের। বরং বিষয়টি তিনি নিয়েছেন ইতিবাচকভাবেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে তিনি বলেন, “আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু উনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, আমি খুশি মনে জায়গাটা ছেড়ে দিয়েছি। এতে আমার কোনো সমস্যা নেই।”
বুলবুলের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করে আশরাফুল বলেন, “সেই ৯৭-৯৮ সাল থেকে উনাদের খেলা দেখেই বড় হয়েছি। আমি তখন বল বয় ছিলাম। আমার লেভেল থ্রিও উনার হাত ধরে হয়েছে। সুতরাং, এনএসসি যেহেতু উনাকে আমার জায়গায় বসিয়েছে, আমি সেটা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছি।”
এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সহকর্মীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশরাফুল যোগ করেন, “তামিমও নির্বাচন করছে। তার জন্য শুভকামনা রইল। আমি আশা করি সে বোর্ডে আসবে এবং হয়তো বড় কোনো দায়িত্ব নেবে। ক্রিকেট অপারেশন্স কিংবা গেম ডেভলপমেন্ট, এমন অনেক জায়গায় তার অবদান রাখার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি।”
আরও পড়ুন: