শিরোনাম

৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন থমাস রিউ। ছবি: সংগৃহীত।
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসে বৃষ্টির কারণে খেলা হয়েছে ৪৫ ওভার। ইংল্যান্ড সংগ্রহ করেছে পাঁচ উইকেটে ২৭৯ রান। ৯৩ রানের হার না মানা ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার থমাস রিউ।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জ্যাক হোপ-বেল ও ইসাক মোহাম্মদ। ৫৫ বলে ৬৪ রানের জুটি গড়েন তারা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম বোলিংয়ে এসেই ভাঙেন এই জুটি। ২৩ বলে ১৭ রান করা ইসাককে শিকার করেন তামিম।
তামিমের স্পিনে পরাস্ত হয়ে স্টাম্পিং আউট হন ইসাক। তার ব্যাট থেকে আসে তিনটি চার। এই উইকেটের পর কমতে থাকে ইংল্যান্ডের রান তোলার গতি। কিছুক্ষণ পরই হোপ-বেলকে শিকার করেন লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ৭৩ রানে দুই ওপেনারকে হারায় ইংলিশ যুবারা।
তারপর আরেকটি উইকেট শিকার করেন সামিউন বাসির রাতুল। ৪০ বলে ২৩ রান করা উইল বেনিসনকে শিকার করেন রাতুল। এখন ক্রিজে আছেন ৩২ বলে ২৮ রান করা থমাস রিউ এবং ১৪ বলে ১০ রান করা জ্যাক নেলসন।
চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি পায় ইংল্যান্ড। ৩৩ বলে ২৮ রান করা নেলসনকে শিকার করে এই জুটি ভাঙেন রিজান হোসেন। তারপর ৮৯ রানের বড় জুটি পায় স্বাগতিকরা। রালফি আলবার্টকে নিয়ে এই জুটি গড়েন থমাস রিউ।
ইনিংসের জন্য নির্ধারিত ছিল ৪৫ ওভার। ফলে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়েই খেলা শেষ করতে হয় থমাস রিউকে। ৮৬ বলে ৯৩ রানের দুর্দান্ত হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।
শেষ দিকে আলবার্টকে শিকার করেন ফাহাদ। ৪৩ বলে ৫২ রান করেন আলবার্ট। নির্ধারিত ৪৫ ওভারে ইংল্যান্ড সংগ্রহ করে পাঁচ উইকেটে ২৭৯ রান। জয়ের জন্য বাংলাদেশকে ৪৫ ওভারে ২৮০ রান করতে হবে।
আরও পড়ুন: